১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ধর্ষণ করল সোশ্যাল মিডিয়ার বন্ধু

সামিমা এহসানা
- আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৪, শুক্রবার
- / 21
পুবের কলম ওয়েব ডেস্ক: ১৮ বছরের তরুণীকে ধর্ষণ করল সোশ্যাল মিডিয়ার বন্ধু। নির্যাতিতার দাবি, ওই দুই অপরাধী তার সোশ্যাল মিডিয়ার বন্ধু।
মাদাঙ্গিরে দেখা করতে ডেকেছিল অভিযুক্তরা। দেখা করার পর ওই তরুণীকে স্কুটারে বসতে বলে ‘বন্ধুরা’। তরুণী নিষেধ করে দিলে তাকে ভয় দেখানো হয়। এরপর মালব্যনগরে নিয়ে গিয়ে তরুণীর সঙ্গে বসে খাবার খায় অভিযুক্তরা। এরপর নেশায় আছন্ন হয়ে পড়ে তরুণী। ঘোর কাটিয়ে ওঠার পর সে বুঝতে পারে, তাকে ধর্ষণ করা হয়েছে। খাবারের সঙ্গে ড্রাগস মেশানো হয়েছিল বলে অভিযোগ। আম্বেদকর নগর পুলিশ স্টেশনে মামলা দায়ের করলে উত্তরপ্রদেশের মেরাট থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।