২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ধসের তলায় শ্রমিকরা,উদ্ধারে আরও ৩দিন লাগবে,বললেন মন্ত্রী

পুবের কলম ডেস্ক:

উত্তরকাশীতে ধসের কবলে পড়েছে প্রায় সাড়ে ৪ কিলোমিটার লম্বা সুড়ঙ্গ। এটি ব্রহ্মখাল থেকে যমুনোত্রী পর্যন্ত নির্মীয়মাণ জাতীয় মহাসড়কের অংশ হিসাবে তৈরি করা হচ্ছিল। সুড়ঙ্গের মুখ প্রায় ২০০ মিটার ভেতরে আটকে আছেন শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকদের তালিকা অনুসারে, পনেরো জন ঝাড়খণ্ডের, আটজন উত্তর প্রদেশের, পাঁচজন ওডিশার, চারজন বিহারের, তিনজন পশ্চিমবঙ্গের, উত্তরাখন্ড ও অসমেরর দুইজন এবং হিমাচল প্রদেশের একজন।

ধসে পড়া অংশটি সিল্কিয়ারা দিক থেকে টানেলের মুখ থেকে ২৭০ মিটার দূরে। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকরা নিরাপদ এবং পাইপের মাধ্যমে তাদের অক্সিজেন, বিদ্যুৎ, ওষুধ, খাদ্য সামগ্রী এবং জল সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং আজ উদ্ধারকাজ খতিয়ে দেখতে সুড়ঙ্গে পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “উদ্ধার অভিযান চলছে। আমাদের পূর্ণ আশা রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।” তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আশাবাদী যে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা হবে। দুই থেকে তিন দিনের মধ্যে উদ্ধার কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইউরোপজুড়ে মদ্যপানে বছরে ৮ লাখ মানুষের মৃত্যু হচ্ছে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ধসের তলায় শ্রমিকরা,উদ্ধারে আরও ৩দিন লাগবে,বললেন মন্ত্রী

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম ডেস্ক:

উত্তরকাশীতে ধসের কবলে পড়েছে প্রায় সাড়ে ৪ কিলোমিটার লম্বা সুড়ঙ্গ। এটি ব্রহ্মখাল থেকে যমুনোত্রী পর্যন্ত নির্মীয়মাণ জাতীয় মহাসড়কের অংশ হিসাবে তৈরি করা হচ্ছিল। সুড়ঙ্গের মুখ প্রায় ২০০ মিটার ভেতরে আটকে আছেন শ্রমিকরা। আটকে পড়া শ্রমিকদের তালিকা অনুসারে, পনেরো জন ঝাড়খণ্ডের, আটজন উত্তর প্রদেশের, পাঁচজন ওডিশার, চারজন বিহারের, তিনজন পশ্চিমবঙ্গের, উত্তরাখন্ড ও অসমেরর দুইজন এবং হিমাচল প্রদেশের একজন।

ধসে পড়া অংশটি সিল্কিয়ারা দিক থেকে টানেলের মুখ থেকে ২৭০ মিটার দূরে। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকরা নিরাপদ এবং পাইপের মাধ্যমে তাদের অক্সিজেন, বিদ্যুৎ, ওষুধ, খাদ্য সামগ্রী এবং জল সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অব.) ভি কে সিং আজ উদ্ধারকাজ খতিয়ে দেখতে সুড়ঙ্গে পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “উদ্ধার অভিযান চলছে। আমাদের পূর্ণ আশা রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।” তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি আশাবাদী যে আটকে পড়া শ্রমিকদের বের করে আনা হবে। দুই থেকে তিন দিনের মধ্যে উদ্ধার কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।