০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের প্রথম এমব্রয়ডারি কুরআন শরিফ তৈরি  

ইমামা খাতুন
  • আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার
  • / 74

বিশেষ প্রতিবেদন: সুই-সুতো ব্যবহার আস্ত পবিত্র কুরআন শরিফ বানিয়ে তাক লাগিয়েছেন মুহাম্মদ মাহির হাজিরি নামক সিরিয়ার এক হস্তশিল্পী। এই কুরআনকে  বলা হচ্ছে বিশ্বের প্রথম ‘এমব্রয়ডারি কুরআন’। মুহাম্মদ মাহির হাজিরি নামের ওই সিরীয় কুরআন নকশা করার এ কাজ শুরু করেছিলেন ১৯৯৮ সালে। দীর্ঘ এক যুগ তিনি এ কাজে ব্যয় করেছেন। মুহাম্মদ মাহির বলেন, ৮ বছরে আমি এ কাজটি সম্পন্ন করেছি।

বিশ্বের প্রথম এমব্রয়ডারি কুরআন শরিফ তৈরি  

আরও পড়ুন: হাতে লেখা মহাগ্রন্থ কোরআন শরিফ ৫০০ টি মসজিদে বিতরণ করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া জারিন তাসনিম দিয়া

বাকি ৪ বছর ব্যয় করেছি সম্পাদনা ও সংকলনে। কুরআনের বিশুদ্ধতার ব্যাপারে তিনি জানান, কুরআনের পুরো প্রতিলিপি তৈরি করার পর সিরিয়ার একাধিক আলেমকে তা দেখিয়েছেন। নিজের বিষয়ে বলেন, ছোটবেলায় হাতের লেখা এতটাই খারাপ ছিল যে, কী লিখেছেন তা তিনি নিজেই বুঝতেন না।

আরও পড়ুন: ঈদ শুভেচ্ছায় মসজিদ কমিটি পক্ষে পুলিশকে কুরআন শরীফ প্রদান

বিশ্বের প্রথম এমব্রয়ডারি কুরআন শরিফ তৈরি  

‘পরে আল্লাহর কাছে অনেক দুয়া করেছি। ফলে এখন আমার লেখা চমৎকার হয়েছে।’ ১২ খণ্ডে প্রস্তুত এ প্রতিলিপিটি দৈর্ঘ্যে ৮০ সেন্টিমিটার ও প্রস্থে ৬০ সেন্টিমিটার। ১২ খণ্ড মিলে এর ওজন দাঁড়িয়েছে ২০০ কিলোগ্রাম। পৃষ্ঠা ৪২৬টি। সিরিয়া, ইরান, লেবানন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও মিশরসহ তুরস্কের বেশ কয়েকটি প্রদর্শনীতে পবিত্র কুরআনের এই প্রতিলিপিটি উপস্থাপন করেছেন তিনি।

বিশ্বের প্রথম এমব্রয়ডারি কুরআন শরিফ তৈরি  

সিরিয়ার নাগরিক হলেও মুহাম্মদ মাহির এখন থাকেন তুরস্কের বুরসা প্রদেশে। সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে ২০১৪ সালে মুহাম্মদ মাহির চলে যান তুরস্কে। তবে প্রতিভা থেমে থাকেনি তাঁর। সুই-সুতায় তুলে ধরেছেন হাদিস শরিফের নানা অংশও। আরও অনেক আগ্রহীকে এই হস্তশিল্প বা ক্যালিগ্রাফি শিখিয়ে যেতে চান মাহির।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্বের প্রথম এমব্রয়ডারি কুরআন শরিফ তৈরি  

আপডেট : ১০ অগাস্ট ২০২২, বুধবার

বিশেষ প্রতিবেদন: সুই-সুতো ব্যবহার আস্ত পবিত্র কুরআন শরিফ বানিয়ে তাক লাগিয়েছেন মুহাম্মদ মাহির হাজিরি নামক সিরিয়ার এক হস্তশিল্পী। এই কুরআনকে  বলা হচ্ছে বিশ্বের প্রথম ‘এমব্রয়ডারি কুরআন’। মুহাম্মদ মাহির হাজিরি নামের ওই সিরীয় কুরআন নকশা করার এ কাজ শুরু করেছিলেন ১৯৯৮ সালে। দীর্ঘ এক যুগ তিনি এ কাজে ব্যয় করেছেন। মুহাম্মদ মাহির বলেন, ৮ বছরে আমি এ কাজটি সম্পন্ন করেছি।

বিশ্বের প্রথম এমব্রয়ডারি কুরআন শরিফ তৈরি  

আরও পড়ুন: হাতে লেখা মহাগ্রন্থ কোরআন শরিফ ৫০০ টি মসজিদে বিতরণ করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া জারিন তাসনিম দিয়া

বাকি ৪ বছর ব্যয় করেছি সম্পাদনা ও সংকলনে। কুরআনের বিশুদ্ধতার ব্যাপারে তিনি জানান, কুরআনের পুরো প্রতিলিপি তৈরি করার পর সিরিয়ার একাধিক আলেমকে তা দেখিয়েছেন। নিজের বিষয়ে বলেন, ছোটবেলায় হাতের লেখা এতটাই খারাপ ছিল যে, কী লিখেছেন তা তিনি নিজেই বুঝতেন না।

আরও পড়ুন: ঈদ শুভেচ্ছায় মসজিদ কমিটি পক্ষে পুলিশকে কুরআন শরীফ প্রদান

বিশ্বের প্রথম এমব্রয়ডারি কুরআন শরিফ তৈরি  

‘পরে আল্লাহর কাছে অনেক দুয়া করেছি। ফলে এখন আমার লেখা চমৎকার হয়েছে।’ ১২ খণ্ডে প্রস্তুত এ প্রতিলিপিটি দৈর্ঘ্যে ৮০ সেন্টিমিটার ও প্রস্থে ৬০ সেন্টিমিটার। ১২ খণ্ড মিলে এর ওজন দাঁড়িয়েছে ২০০ কিলোগ্রাম। পৃষ্ঠা ৪২৬টি। সিরিয়া, ইরান, লেবানন, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও মিশরসহ তুরস্কের বেশ কয়েকটি প্রদর্শনীতে পবিত্র কুরআনের এই প্রতিলিপিটি উপস্থাপন করেছেন তিনি।

বিশ্বের প্রথম এমব্রয়ডারি কুরআন শরিফ তৈরি  

সিরিয়ার নাগরিক হলেও মুহাম্মদ মাহির এখন থাকেন তুরস্কের বুরসা প্রদেশে। সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে ২০১৪ সালে মুহাম্মদ মাহির চলে যান তুরস্কে। তবে প্রতিভা থেমে থাকেনি তাঁর। সুই-সুতায় তুলে ধরেছেন হাদিস শরিফের নানা অংশও। আরও অনেক আগ্রহীকে এই হস্তশিল্প বা ক্যালিগ্রাফি শিখিয়ে যেতে চান মাহির।