নয়াদিল্লি: খুনের মামলায় জামিন পেলেন ভারতীয় কুস্তিগীর সুশীল কুমার। জুনিয়ার কুস্তিগীর সাগর ধনকড় হত্যা মামলায় অভিযুক্ত হয়ে তিন বছরের বেশি সময় ধরে বিচারধীন অবস্থায় জেলে ছিলেন সুশীল। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট ৫০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে তাঁর জামিন মঞ্জুর করল। গত বছরের জুলাই মাসে সুশীলের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল দিল্লির নিম্ন আদালত। উল্লেখ্য, ২০০৮ সালের অলিম্পিকে ব্রোঞ্জ পদক এবং ২০১২ সালে অলিম্পিকে রুপোর পদক জিতেছিলেন সুশীল।
২০২১ সালের মে মাসে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে জুনিয়র কুস্তিগীর সাগর ধনকড়কে মারধোরের অভিযোগ উঠেছিল সুশীল ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ওই ঘটনার পরে মারা যান সাগর। ঘটনায় অভিযুক্ত অনান্য কুস্তিগীররা পরে বলে দেন, সুশীলের কথাতেই সাগরকে মারধর করা হয়েছিল। তদন্তকারীদের জেয়ার সুশীল বলেছিলেন, তিনি সাগরকে ‘শিক্ষা’ দিতে চেয়েছিলেন। কিন্তু কখনই খুন করতে চাননি। জামিন মঞ্জুর হলেও তাঁর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জামিন পেলেন কুস্তিগীর সুশীল কুমার
-
সুস্মিতা - আপডেট : ৪ মার্চ ২০২৫, মঙ্গলবার
- 433
সর্বধিক পাঠিত































