পুবের কলম, ওয়েবডেস্ক: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ কোনও আধা-সামরিক সংগঠন নয়—এ কথা স্পষ্ট করে জানালেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। শুক্রবার ভোপালের এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, সঙ্ঘের স্বয়ংসেবকদের নির্দিষ্ট ইউনিফর্ম, শারীরিক প্রশিক্ষণ, কুচকাওয়াজ বা লাঠিচালনার অনুশীলন থাকলেও এর মাধ্যমে সংগঠনকে প্যারামিলিটারি হিসেবে চিহ্নিত করা ভুল। ভাগবতের কথায়, সমাজকে ঐক্যবদ্ধ করাই সঙ্ঘের মূল লক্ষ্য। তিনি বলেন, “আমরা ইউনিফর্ম পরি, কুচকাওয়াজ করি, লাঠি চালাই—কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনও আধা-সামরিক বাহিনী। এমন ভাবলে সঙ্ঘকে ভুলভাবে বোঝা হবে।” তাঁর মতে, RSS একটি অনন্য সংগঠন, যাকে একমাত্রিক দৃষ্টিভঙ্গিতে বিচার করা যায় না।
RSS-এর সঙ্গে বিজেপির সম্পর্ক প্রসঙ্গে ভাগবত বলেন, বিজেপিকে দেখে সঙ্ঘের চরিত্র বিচার করাও ভুল। তাঁর বক্তব্য, “বিজেপিকে দেখে RSS-কে বোঝার চেষ্টা করলে যেমন ভুল হবে, তেমনই বিদ্যাভারতীর মতো সহযোগী সংগঠন দেখে সঙ্ঘকে বিচার করাও ঠিক নয়।” সঙ্ঘের লক্ষ্য, দর্শন ও কাজের পরিসর আলাদা বলেই তিনি উল্লেখ করেন।
এছাড়া সঙ্ঘ সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগও করেন ভাগবত। তিনি বলেন, আজকাল অনেকেই যাচাই না করেই তথ্য গ্রহণ করেন, বিশেষ করে অনলাইন সূত্র থেকে। নির্ভরযোগ্য উৎস থেকে জানলেই RSS-এর ভূমিকা ও উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব।
ভাষণে ইতিহাসের প্রসঙ্গ টেনে ভাগবত বলেন, বারবার বিদেশি আক্রমণের কারণ নিয়ে ভারতবাসীর আত্মসমালোচনা করা দরকার। তাঁর মতে, মানসিক দাসত্ব এখনও পুরোপুরি কাটেনি, আর স্বাধীনতার প্রকৃত নিশ্চয়তা পেতে হলে সেই মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি।


























