১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
৪ সপ্তাহর মধ্যে জবাব চাইল দিল্লি হাইকোর্ট

ইয়াসিন মালিকের ফাঁসির আর্জি

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 29

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্ট সোমবার কাশ্মীরের নেতা ইয়াসিন মালিককে জবাব দিতে বলল তার ফাঁসির আর্জি নিয়ে, যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে ইতিপূর্বে। কিন্তু এনআইএ চাইছে যাবজ্জীবন পাল্টে ফাঁসির সাজা দেওয়া হোক। এই মর্মে আর্জি জানানো হয়। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মালিককে ৪ সপ্তাহ সময় দিয়েছে জবাব দেওয়ার জন্য। এই মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য হয়েছে ১০ নভেম্বর।

২০২২ সালে ইউএপিএ-র অধীন অভিযুক্ত করা হয় মালিককে। তার বিরুদ্ধে অভিযোগ বিচ্ছিন্নতাবাদী কাজে অর্থ সাহায্য করেছেন। আদালত মনে করেছিল সুপ্রিম কোর্ট নির্দেশিত এটি বিরলতম ঘটনার মধ্যে পড়ে না। সেজন্য যাবজ্জীবন দেওয়া হয়েছিল। কিন্তু সেই রায় পছন্দ হয়নি কেন্দ্রের বিজেপি সরকারের। সেজন্য এনআইএ পুনরায় মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে।

আরও পড়ুন: ইয়েমেনে বন্দি নিমিশার ফাঁসি রুখতে এগিয়ে এলেন ভারতের গ্র্যান্ড মুফতি, সাময়িক স্বস্তি ভারতীয় নার্সের পরিবারে

উল্লেখ্য, ইয়াসিন মালিক জম্মু কাশ্মীর লিবারেশান ফ্রন্টে নামের সংগঠনের প্রতিষ্ঠাতা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যুক্ত ছিল এই সংগঠন কিন্তু পরে অন্যান্য দলের সঙ্গে মত বিরোধ হওয়ার পর তিনি সম্পূর্ণ অহিংসার ব্রত গ্রহণ করে গান্ধিবাদী হয়ে যান। যদিও জেকেএলএফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সেই সময়কাল শেষ হলে আবার ৫ বছর বাড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ইয়েমেনে নিমিশা প্রিয়ার ফাঁসি রুখতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

আরও পড়ুন: এইমসকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল্লি হাইকোর্টের, এনডিএ প্রার্থীর অযোগ্যতা সম্পর্কিত বিষয় নিয়ে মতামত জানাতে তৈরি বোর্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৪ সপ্তাহর মধ্যে জবাব চাইল দিল্লি হাইকোর্ট

ইয়াসিন মালিকের ফাঁসির আর্জি

আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্ট সোমবার কাশ্মীরের নেতা ইয়াসিন মালিককে জবাব দিতে বলল তার ফাঁসির আর্জি নিয়ে, যাবজ্জীবন সাজা ঘোষণা হয়েছে ইতিপূর্বে। কিন্তু এনআইএ চাইছে যাবজ্জীবন পাল্টে ফাঁসির সাজা দেওয়া হোক। এই মর্মে আর্জি জানানো হয়। দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মালিককে ৪ সপ্তাহ সময় দিয়েছে জবাব দেওয়ার জন্য। এই মামলার পরবর্তী শুনানীর দিন ধার্য হয়েছে ১০ নভেম্বর।

২০২২ সালে ইউএপিএ-র অধীন অভিযুক্ত করা হয় মালিককে। তার বিরুদ্ধে অভিযোগ বিচ্ছিন্নতাবাদী কাজে অর্থ সাহায্য করেছেন। আদালত মনে করেছিল সুপ্রিম কোর্ট নির্দেশিত এটি বিরলতম ঘটনার মধ্যে পড়ে না। সেজন্য যাবজ্জীবন দেওয়া হয়েছিল। কিন্তু সেই রায় পছন্দ হয়নি কেন্দ্রের বিজেপি সরকারের। সেজন্য এনআইএ পুনরায় মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছে।

আরও পড়ুন: ইয়েমেনে বন্দি নিমিশার ফাঁসি রুখতে এগিয়ে এলেন ভারতের গ্র্যান্ড মুফতি, সাময়িক স্বস্তি ভারতীয় নার্সের পরিবারে

উল্লেখ্য, ইয়াসিন মালিক জম্মু কাশ্মীর লিবারেশান ফ্রন্টে নামের সংগঠনের প্রতিষ্ঠাতা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যুক্ত ছিল এই সংগঠন কিন্তু পরে অন্যান্য দলের সঙ্গে মত বিরোধ হওয়ার পর তিনি সম্পূর্ণ অহিংসার ব্রত গ্রহণ করে গান্ধিবাদী হয়ে যান। যদিও জেকেএলএফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সরকার। সেই সময়কাল শেষ হলে আবার ৫ বছর বাড়িয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ইয়েমেনে নিমিশা প্রিয়ার ফাঁসি রুখতে সুপ্রিম কোর্টে দায়ের মামলা

আরও পড়ুন: এইমসকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল্লি হাইকোর্টের, এনডিএ প্রার্থীর অযোগ্যতা সম্পর্কিত বিষয় নিয়ে মতামত জানাতে তৈরি বোর্ড