০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাথায় বলের আঘাত, মাঠ ছাড়লেন ইয়াসির আলী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্কঃ ম্যাচের চতুর্থ দিনে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই মুশফিকুর রহিমকে হারালেও দুর্দান্ত ব্যাট করছিল মোমিনুলবাহিনী। ষষ্ঠ উইকেট জুটিতে ৪৭ রান তুলেও ফেলেছিল অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও লিটন দাসের জুটি। তবে আউট না হয়েও মাঠ ছাড়তে হয়েছে রাব্বিকে। বাংলাদেশ ইনিংসের ৩০তম ওভারের পঞ্চম বলটি শট লেন্থে করেছিলেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার ওপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন রাব্বি।

কিন্তু বলটি আঘাত হানে রাব্বির হেলমেটে, চোখের কোণের কাছে। সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে চিকিৎসক এসে রাব্বিকে শুশ্রূষা দেওয়ার চেষ্টা করেন। এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা করেন রাব্বি। পরের ওভারটি করতে আসেন স্পিনার নুমান আলী। নুমানের পুরো ওভারটা খেললেও মাথার অসহ্য যন্ত্রণায় মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি।শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। এ সময় তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩৪। রাব্বি মাঠ ছাড়ায় ব্যাট করতে নেমেছেন মেহেদি হাসান মিরাজ। তার পরিবর্তে কনকাশন সাব হিসেবে খেলতে নামেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ক্রিকেটার ইয়াশিরের সম্পর্কে বলেন, ‘ইনজুরির অবস্থা জানতে স্ক্যান করার জন্য ইয়াসিরকে হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাথায় বলের আঘাত, মাঠ ছাড়লেন ইয়াসির আলী

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ম্যাচের চতুর্থ দিনে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতেই মুশফিকুর রহিমকে হারালেও দুর্দান্ত ব্যাট করছিল মোমিনুলবাহিনী। ষষ্ঠ উইকেট জুটিতে ৪৭ রান তুলেও ফেলেছিল অভিষিক্ত ইয়াসির আলী রাব্বি ও লিটন দাসের জুটি। তবে আউট না হয়েও মাঠ ছাড়তে হয়েছে রাব্বিকে। বাংলাদেশ ইনিংসের ৩০তম ওভারের পঞ্চম বলটি শট লেন্থে করেছিলেন পাক পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রচণ্ড গতির বলটিকে ডাক করে মাথার ওপর দিয়ে চলে যেতে দিয়েছিলেন রাব্বি।

কিন্তু বলটি আঘাত হানে রাব্বির হেলমেটে, চোখের কোণের কাছে। সঙ্গে সঙ্গে মাঠে বসে পড়েন তিনি। মুহূর্তের মধ্যে চিকিৎসক এসে রাব্বিকে শুশ্রূষা দেওয়ার চেষ্টা করেন। এরপর শাহিনের ওভারের শেষ বলটিও মোকাবেলা করেন রাব্বি। পরের ওভারটি করতে আসেন স্পিনার নুমান আলী। নুমানের পুরো ওভারটা খেললেও মাথার অসহ্য যন্ত্রণায় মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারেননি তিনি।শেষ পর্যন্ত মাঠের বাইরেই চলে যেতে বাধ্য হন তিনি। এ সময় তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩৪। রাব্বি মাঠ ছাড়ায় ব্যাট করতে নেমেছেন মেহেদি হাসান মিরাজ। তার পরিবর্তে কনকাশন সাব হিসেবে খেলতে নামেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ক্রিকেটার ইয়াশিরের সম্পর্কে বলেন, ‘ইনজুরির অবস্থা জানতে স্ক্যান করার জন্য ইয়াসিরকে হাসপাতালে পাঠানো হয়েছে।জানা গিয়েছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।