উত্তরপ্রদেশের শিক্ষাদফতরে যোগ রিঙ্কু সিংয়ের
- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 112
পুবের কলম ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের বেসিক এডুকেশন ডিপার্টমেন্টে অফিসার হিসেবে যোগ দিতে পারেন ক্রিকেটার রিঙ্কু সিং। শিক্ষাদফতরের তরফে তাঁকে যোগদান করানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর।
🚨Rinku Singh to Be Appointed #basiceducationofficer for Making India Proud 🇮🇳✨🚨
Uttar Pradesh state government is set to appoint cricketer Rinku Singh as a District Basic Education Officer (#BSA) as a reward for his achievements#UttarPradesh #YogiAdityanath #RinkuSingh pic.twitter.com/NYbYB3asQr
— SPORTS WorldZ 🏏 (@Cricket_World45) June 26, 2025
রিঙ্কুর এই নতুন দায়িত্ব নিয়ে প্রকাশ্যে এসেছে একাধিক রিপোর্ট। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ইতিমধ্যেই রিঙ্কুকে বেসিক এডুকেশন ডিপার্টমেন্টের অফিসার হিসাবে নিয়োগের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলে খবর। নিয়োগপত্রও পাঠিয়ে দেওয়া হয়েছে রিঙ্কুকে।
আন্তর্জাতিক পদক বিজয়ী সরাসরি নিয়োগ বিধি ২০২২-এর অধীনে এই সুযোগ পাচ্ছেন রিঙ্কু। তাই ক্রিকেট মাঠের পাশাপাশি এ বার শিক্ষাদফতরের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবেও দেখা যাবে রিঙ্কু সিংকে। তরুণ ক্রিকেটারের ভক্তদের মধ্যে আনন্দের ঢেউ। তবে এখনও পর্যন্ত রিঙ্কু এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।





























