০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

১০ দিনে ৬টি শিশুর মৃত্যুর ঘটনায় ফের কাঠগড়ায় যোগী প্রশাসন

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 25

প্রতীকী ছবি

পুবের কলম ওয়েব ডেস্ক: মর্মান্তিক! গত ১০ দিনে ৬ টি শিশুর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যোগী রাজ্যে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গত ১০ দিনে ছ’টি শিশুর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকা জুড়ে। পরপর শিশুমৃত্যুর ঘটনায় ফের কাঠগড়ায় যোগী প্রশাসন। যদিও এই মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দফতরের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী।

 

সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে,  তারা জানিয়েছেন, পরপর শিশু মৃত্যুর ঘটনা  ঘটলেও স্বাস্থ্য দফতরের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এলাকায় এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়নি। কোনও তদন্ত কমিটি গঠন হচ্ছে না।

 

এদিন তারা আরও বলেন, গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে একসঙ্গে বহু শিশু অসুস্থ হয়ে পড়ে। প্রত্যেকের গায়ে খুব জ্বর। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে একাধিক পরীক্ষা-নিরীক্ষাও  করা হয়। তবে কি কারণে এই জ্বর হয়েছে তা এখনও স্পষ্ট করে জানায়নি চিকিৎসকরা বলেই দাবি করেন তারা। এই প্রসঙ্গে, লখিমপুর খেরির বাসিন্দারা জনিয়েছেন, ২৪ নম্বর ওয়ার্ডেও শিশুদের মধ্যে এই জ্বরের প্রকোপ সবচেয়ে বেশি দেখা গিয়েছে। যে ছ’টি শিশুর মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকেই ওই ওয়ার্ডের বাসিন্দা।

 

স্থানীয়দের অভিযোগ, পরপর শিশু মৃত্যুর ঘটনা ঘটতেই বিষয়টি জেলাশাসক ও জেলা স্বাস্থ্য দফতরের নজরে আনা হয়। তবে তাতে প্রশাসনের তরফে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। যদিও এই অভিযোগ মানতে নারাজ উত্তরপ্রদেশ সরকার। তাঁদের কথা অনুযায়ী, এলাকা পরিদর্শনে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। খুব শীঘ্রই জ্বরের ও মৃত্যুর কারণ জানা যাবে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

১০ দিনে ৬টি শিশুর মৃত্যুর ঘটনায় ফের কাঠগড়ায় যোগী প্রশাসন

আপডেট : ১৪ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: মর্মান্তিক! গত ১০ দিনে ৬ টি শিশুর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে যোগী রাজ্যে। উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গত ১০ দিনে ছ’টি শিশুর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এলাকা জুড়ে। পরপর শিশুমৃত্যুর ঘটনায় ফের কাঠগড়ায় যোগী প্রশাসন। যদিও এই মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য দফতরের গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী।

 

সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে,  তারা জানিয়েছেন, পরপর শিশু মৃত্যুর ঘটনা  ঘটলেও স্বাস্থ্য দফতরের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এলাকায় এলাকায় মেডিক্যাল টিম পাঠানো হয়নি। কোনও তদন্ত কমিটি গঠন হচ্ছে না।

 

এদিন তারা আরও বলেন, গত এক সপ্তাহ ধরে হঠাৎ করে একসঙ্গে বহু শিশু অসুস্থ হয়ে পড়ে। প্রত্যেকের গায়ে খুব জ্বর। এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তরফে একাধিক পরীক্ষা-নিরীক্ষাও  করা হয়। তবে কি কারণে এই জ্বর হয়েছে তা এখনও স্পষ্ট করে জানায়নি চিকিৎসকরা বলেই দাবি করেন তারা। এই প্রসঙ্গে, লখিমপুর খেরির বাসিন্দারা জনিয়েছেন, ২৪ নম্বর ওয়ার্ডেও শিশুদের মধ্যে এই জ্বরের প্রকোপ সবচেয়ে বেশি দেখা গিয়েছে। যে ছ’টি শিশুর মৃত্যু হয়েছে, তারা প্রত্যেকেই ওই ওয়ার্ডের বাসিন্দা।

 

স্থানীয়দের অভিযোগ, পরপর শিশু মৃত্যুর ঘটনা ঘটতেই বিষয়টি জেলাশাসক ও জেলা স্বাস্থ্য দফতরের নজরে আনা হয়। তবে তাতে প্রশাসনের তরফে কোনও গুরুত্ব দেওয়া হয়নি। যদিও এই অভিযোগ মানতে নারাজ উত্তরপ্রদেশ সরকার। তাঁদের কথা অনুযায়ী, এলাকা পরিদর্শনে মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। খুব শীঘ্রই জ্বরের ও মৃত্যুর কারণ জানা যাবে।