বিলম্বিত বোধোদয়, লখিমপুরের ঘটনাকে দুর্ভাগ্যজনক বললেন যোগী

- আপডেট : ৪ অক্টোবর ২০২১, সোমবার
- / 6
পুবের কলম ওয়েবডেস্কঃ চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত লখিমপুর খেরির ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে বিবৃতি দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন এই ঘটনায় জড়িতদের নাম প্রকাশ্যে নিয়ে আসা হবে এবং অভিযুক্তদের কঠোর সাজা হবে।
আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে লখিমপুর খেরির ঘটনা যে শুধু যোগী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অন্তঃসারশূন্যতা কে সামনে এনেছে তাই নয়, বেশ খানিকটা ব্যাকফুটেও ঠেলে দিয়েছে।
অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশিষ মিশ্রের গাড়ি প্রতিবাদরত কৃষকদের পিষে দেয়। মৃত্যু হয় তিন কৃষকের।
এই ঘটনায় একত্রিত হয়ে নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা। পরিস্থিতি সামাল দিতে লখিমপুরে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী, সাময়িক বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।