১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দলিত নিপীড়ণে দেশে শীর্ষে যোগী রাজ্য, পাঁচ বছরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে৩,৩৯৯টি

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 132

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশজুড়ে প্রতিদিন বাড়ছে তফসালি, জাতি, উপজাতি,দলিত,সংখ্যালঘুদের ওপর অত্যাচার। যে রাজ্য এই তালিকায় শীর্ষে রয়েছে তার নাম উত্তরপ্রদেশ। যে রাজ্যে দ্বিতীয়বার  মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন যোগী আদিত্যনাথ। লোকসভায় দু’টি ভিন্ন লিখিত প্রশ্নে পিছিয়ে পড়াদের উপর অত্যাচার সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। তাতেই উঠে এসছে যোগী রাজ্যের নাম। এখানেই শেষ  নয় বিগত  পাঁচ বছরে ৩,৩৯৯টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে দেশে।

 

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

“ সব কা সাথ, সব কা বিকাশ” যে কেন্দ্রের মোদি সরকারের ফাঁকা বুলি ছাড়া কিছুই নয় তার প্রমান মিলল আরও একবার। দলিত, নিম্নবর্ণের ওপর নির্যাতনে শীর্ষে রয়েছে গোবলয়ের এই রাজ্য।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২০১৮ থেকে ২০২০– এই তিন বছরে যথাক্রমে ৪৯,০৬৪, ৫৩,৫১৫ ও ৫৮,৫৩৮টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই হয়েছে যথাক্রমে ১১,৮৪১, ১১,৮৬৫ ও ১২,৭১৭টি। দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ উল্লেখযোগ্যভাবে তালিকার প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে চারটিই গোবলয়ের। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান ও বিহার। পঞ্চমে মহারাষ্ট্র।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

গোটা দেশজুড়ে যেভাবে উগ্র হিন্দুত্বের মোড়কে ঘৃণা, বিদ্বেষকে ছড়িয়ে দেওয়া  হচ্ছে তাতে সবার আগে অনুঘটকের ভূমিকা নিচ্ছে যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ। ২০১৬ থেকে ২০২০– কেন্দ্রে মোদি জমানার এই পাঁচ বছরে দেশজুড়ে ২,৭৬,২৭৩টি দাঙ্গার ঘটনা ঘটেছে। যার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা প্রায় ৩৪০০টি। লোকসভায় এই তথ্য  দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী  নিত্যানন্দ রাই।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দলিত নিপীড়ণে দেশে শীর্ষে যোগী রাজ্য, পাঁচ বছরে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে৩,৩৯৯টি

আপডেট : ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ দেশজুড়ে প্রতিদিন বাড়ছে তফসালি, জাতি, উপজাতি,দলিত,সংখ্যালঘুদের ওপর অত্যাচার। যে রাজ্য এই তালিকায় শীর্ষে রয়েছে তার নাম উত্তরপ্রদেশ। যে রাজ্যে দ্বিতীয়বার  মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন যোগী আদিত্যনাথ। লোকসভায় দু’টি ভিন্ন লিখিত প্রশ্নে পিছিয়ে পড়াদের উপর অত্যাচার সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়। তাতেই উঠে এসছে যোগী রাজ্যের নাম। এখানেই শেষ  নয় বিগত  পাঁচ বছরে ৩,৩৯৯টি সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা ঘটেছে দেশে।

 

আরও পড়ুন: মুসলিম দোকানদারদের ‘গুলি’ করার হুমকি পদ্ম বিধায়কের

“ সব কা সাথ, সব কা বিকাশ” যে কেন্দ্রের মোদি সরকারের ফাঁকা বুলি ছাড়া কিছুই নয় তার প্রমান মিলল আরও একবার। দলিত, নিম্নবর্ণের ওপর নির্যাতনে শীর্ষে রয়েছে গোবলয়ের এই রাজ্য।

আরও পড়ুন: ‘উর্দু পড়িয়ে বাচ্চাদের মৌলবি বানাতে চান’? বিধানসভায় সপা নেতাকে কদর্য আক্রমণ যোগীর

কেন্দ্রীয় সামাজিক ন্যায়মন্ত্রকের তরফে জানানো হয়েছে ২০১৮ থেকে ২০২০– এই তিন বছরে যথাক্রমে ৪৯,০৬৪, ৫৩,৫১৫ ও ৫৮,৫৩৮টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে বিজেপি শাসিত উত্তরপ্রদেশেই হয়েছে যথাক্রমে ১১,৮৪১, ১১,৮৬৫ ও ১২,৭১৭টি। দ্বিতীয় স্থানে আছে মধ্যপ্রদেশ উল্লেখযোগ্যভাবে তালিকার প্রথম পাঁচটি রাজ্যের মধ্যে চারটিই গোবলয়ের। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান ও বিহার। পঞ্চমে মহারাষ্ট্র।

আরও পড়ুন: ১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ফুলকপি! ন্যায্যমূল্য না পেয়ে ফসল নষ্ট করছেন যোগীরাজ্যের কৃষকরা

গোটা দেশজুড়ে যেভাবে উগ্র হিন্দুত্বের মোড়কে ঘৃণা, বিদ্বেষকে ছড়িয়ে দেওয়া  হচ্ছে তাতে সবার আগে অনুঘটকের ভূমিকা নিচ্ছে যে রাজ্য তার নাম উত্তরপ্রদেশ। ২০১৬ থেকে ২০২০– কেন্দ্রে মোদি জমানার এই পাঁচ বছরে দেশজুড়ে ২,৭৬,২৭৩টি দাঙ্গার ঘটনা ঘটেছে। যার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা প্রায় ৩৪০০টি। লোকসভায় এই তথ্য  দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী  নিত্যানন্দ রাই।