ভোটমুখী হিমাচলে আজ তিনটি সভা যোগীর
- আপডেট : ৮ নভেম্বর ২০২২, মঙ্গলবার
- / 8
পুবের কলম ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপির তারকা প্রচারক এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভা চলছে ধারাবাহিকভাবে । মঙ্গলবারও ভোটমুখী হিমাচলের বিভিন্ন জায়গায় নির্বাচনী সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সোমবারও তিনি তিনটি বৈঠক করেছেন।
মঙ্গলবার সকাল ৯টায় লখনউতে গুরু নানকদেবজির প্রকাশ উৎসব অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যোগী। এরপর তিনি হিমাচলের উদ্দেশে রওনা দেবেন। হিমাচলের কাংড়া, কুল্লু ও সিমলায় জনসভায় ভাষণ দেবেন তিনি। গত কয়েকদিন ধরে হিমাচল রাজ্যে মুখ্যমন্ত্রী যোগীর জনসভার আয়োজন করা হচ্ছে। চলমান কর্মসূচি অনুযায়ী হিমাচল থেকে ফিরে মথুরায় যাবেন মুখ্যমন্ত্রী যোগী। জওহরবাগে আয়োজিত ‘মহারাস’ অনুষ্ঠানে যোগ দেবেন মথুরার সাংসদ হেমা মালিনীও।