০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আরটিও অফিসে যেতে হবে না, অনলাইন পরীক্ষাতেই মিলবে ড্রাইভিং লাইসেন্স!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার
  • / 49

10 Driving Tips Hero Image

পুবের কলম প্রতিবেদক: ড্রাইভিং লাইসেন্স পেতে কতই না ঝক্কি পোহাতে হয়। এবার সেই সব দিনের শেষ হতে চলেছে। এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা দিতে আর আরটিও বা স্থানীয় পরিবহণ অফিসে যেতে হবে না। বাড়ি বসে অনলাইনেই দেওয়া যাবে পরীক্ষা। আর তার ভিত্তিতেই মিলবে গাড়ি চালানোর লাইসেন্স। পরিবহণ দফতরের পক্ষ থেকে তেমনই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও আবেদনকারীকে একদিন আরটিও অফিসে গিয়ে গাড়ি চালিয়ে দেখাতে হবে। না হলে মিলবে না লাইসেন্স।

আরও পড়ুন: ১ মিনিটেই শেষ ভারত-পাক ম্যাচের অতিরিক্ত টিকিট

সূত্রের খবর, জাতীয় সড়ক-পরিবহণমন্ত্রকের তরফে পরিবহণ সংক্রান্ত যাবতীয় কাজই অনলাইনে করার বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পরামর্শ মতে ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে রাজ্য পরিবহণ দফতর। তারজন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে নাইট-বিরাটদের মহাদ্বৈরথ

জানা গিয়েছে, ইতিমধ্যেই ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় গাড়ি চালানো সংক্রান্ত নতুন একটি ভিডিয়ো আবেদনকারীদের দেখানো হচ্ছে। পরীক্ষার্থীকে ১২ মিনিটের এই ভিডিয়ো দেখে তারপর পরীক্ষা দিতে হচ্ছে। গাড়ি চালনা সংক্রান্ত ভিডিয়োটি চাইলেও কেউ স্কিপ করতে পারবেন না, পুরোটাই দেখতে হবে। তাতে গাড়ি চালানোর যাবতীয় নিয়মাবলি দেখানো হচ্ছে। সিগন্যালিং থেকে শুরু করে রাস্তার বিভিন্ন সাইন নিয়ে বিস্তারিত দেখানো হয়।

আরও পড়ুন: পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি ফ্রান্সের স্টেফানি

গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে প্রথমে অনলাইনে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। অনলাইনেই স্লট বুক করতে হবে। তারপরই নির্দিষ্ট দিন, সময় দিয়ে দেওয়া হবে। সেই মতোই হবে লাইসেন্সের লিখিত পরীক্ষা। সেই পরীক্ষায় পাস করলে আরেকদিন ডাকা হবে আরটিও অফিসে। সেদিন গাড়ি  চালিয়ে দেখাতে হবে। তারপরই দেওয়া হবে লাইসেন্স।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আরটিও অফিসে যেতে হবে না, অনলাইন পরীক্ষাতেই মিলবে ড্রাইভিং লাইসেন্স!

আপডেট : ২৪ মে ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: ড্রাইভিং লাইসেন্স পেতে কতই না ঝক্কি পোহাতে হয়। এবার সেই সব দিনের শেষ হতে চলেছে। এবার থেকে ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা দিতে আর আরটিও বা স্থানীয় পরিবহণ অফিসে যেতে হবে না। বাড়ি বসে অনলাইনেই দেওয়া যাবে পরীক্ষা। আর তার ভিত্তিতেই মিলবে গাড়ি চালানোর লাইসেন্স। পরিবহণ দফতরের পক্ষ থেকে তেমনই পরিকল্পনা নেওয়া হচ্ছে।

জানা গিয়েছে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও আবেদনকারীকে একদিন আরটিও অফিসে গিয়ে গাড়ি চালিয়ে দেখাতে হবে। না হলে মিলবে না লাইসেন্স।

আরও পড়ুন: ১ মিনিটেই শেষ ভারত-পাক ম্যাচের অতিরিক্ত টিকিট

সূত্রের খবর, জাতীয় সড়ক-পরিবহণমন্ত্রকের তরফে পরিবহণ সংক্রান্ত যাবতীয় কাজই অনলাইনে করার বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের পরামর্শ মতে ধীরে ধীরে সেদিকেই এগোচ্ছে রাজ্য পরিবহণ দফতর। তারজন্য পরিকাঠামো তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী ম্যাচে নাইট-বিরাটদের মহাদ্বৈরথ

জানা গিয়েছে, ইতিমধ্যেই ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষায় গাড়ি চালানো সংক্রান্ত নতুন একটি ভিডিয়ো আবেদনকারীদের দেখানো হচ্ছে। পরীক্ষার্থীকে ১২ মিনিটের এই ভিডিয়ো দেখে তারপর পরীক্ষা দিতে হচ্ছে। গাড়ি চালনা সংক্রান্ত ভিডিয়োটি চাইলেও কেউ স্কিপ করতে পারবেন না, পুরোটাই দেখতে হবে। তাতে গাড়ি চালানোর যাবতীয় নিয়মাবলি দেখানো হচ্ছে। সিগন্যালিং থেকে শুরু করে রাস্তার বিভিন্ন সাইন নিয়ে বিস্তারিত দেখানো হয়।

আরও পড়ুন: পুরুষদের বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি ফ্রান্সের স্টেফানি

গাড়ির ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে প্রথমে অনলাইনে লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। অনলাইনেই স্লট বুক করতে হবে। তারপরই নির্দিষ্ট দিন, সময় দিয়ে দেওয়া হবে। সেই মতোই হবে লাইসেন্সের লিখিত পরীক্ষা। সেই পরীক্ষায় পাস করলে আরেকদিন ডাকা হবে আরটিও অফিসে। সেদিন গাড়ি  চালিয়ে দেখাতে হবে। তারপরই দেওয়া হবে লাইসেন্স।