পেঁয়াজের এই গুণ গুলো জানলে আপনি অবাক হয়ে যাবেন!

- আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
- / 29
পুবের কলম ওয়েবডেস্কঃ তরকারি আর পেঁয়াজ একে অপরের পরিপূরক। রান্নাঘরে পেঁয়াজের জুড়ি মেলা ভার। কিন্ত জানেন কি রূপচর্চাতে পেঁয়াজের উপকারিতা কি ? পেঁয়াজের যা ঝাঁজ তার থেকে পেঁয়াজের গুণ বেশি। দীর্ঘদিন আমরা আমাদের ত্বকের নানান সমস্যা নিয়ে ভুগে থাকি।আপনার হেঁশেলেই রয়েছে রূপচর্চার একাধিক উপাদান । নামী-দামি প্রোডাক্টের পরিবর্তে ঘরোয়া উপকরণ দিয়েই করতে পারেন ত্বকের পরিচর্যা। কিন্ত জানেন কি রূপচর্চাতেও পেঁয়াজের জুড়ি মেলা ভার। পেঁয়াজে রয়েছে ফ্ল্যাভোনয়েড ও অ্যান্টিঅক্সিড্যান্ট , যেটা ত্বকের জন্য খুব উপযোগী। এই সব উপাদান আমাদের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। এবার আপনি নিশ্চয় ভাবছেন সব ঠিক আছে, কিন্ত ব্যবহার করবো কি করে? একদম চিন্তা করবেন না! শুধুমাত্র পেঁয়াজের রস মাখলেই আপনার ত্বকের নানান সমস্যার সমাধান হবে।
নিম্নে সেগুলো বিস্তারিত আলোচনা করা হল –
বয়সের ছাপ ঠেকাতে : নানান কারণে আমাদের ত্বকে নানা সমস্যা দেখা দেয়, ফলে ত্বকে বয়সের আগেই বলিরেখার ছাপ পড়ে। সে ক্ষেত্রে পেঁয়াজের রস অনেকটা উপকারী। ফলস্বরূপ, ত্বকে আসবে তারুণ্যের ছোঁয়া।
ত্বকের উজ্জ্বলতা : দিনভর রাস্তাঘাটে থাকার ফলে তাপ-দূষণের প্রভাবে আমরা আমাদের ত্বকের জেল্লা হারিয়ে ফেলি, হারিয়ে ফেলি ত্বকের উজ্জ্বলতা , সেই উজ্জ্বলতা ফেরাতে পেঁয়াজের রসের জুড়ি মেলা ভার। সপ্তাহে তিন থেকে চার বার এই পদ্ধতি অবলম্বন করলে দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেক উজ্জ্বল হয়েছে। প্রাণহীন ত্বকে ফিরবে জেল্লা।
দাগছোপ লোকাতে : ভিন্ন ভিন্ন কারণে ত্বকে দাগ পরে। পেঁয়াজে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটি ত্বকের কালো দাগ, পিগমেনটেশন কমাতে সহায়তা করে।