০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জিমেই মৃত্যু বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ-এর

ইমামা খাতুন
  • আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 23

পুবের কলম ওয়েবডেস্ক : বয়স মাত্র ২২ বছর। আর এই বয়সেই অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে জেলা থেকে ক্রিকেটার তুলে আনার ব্যাপারে সিএবিকে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি নিজে জেলায় গিয়ে বাংলার ক্রিকেটার তোলার চেষ্টা করছেন। আর সেই মতোই বোলপুর থেকে উঠে আসছিলেন তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ।

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছিলেন প্রিয়জিৎ। সিএবি তাঁকে পুরস্কারও দিয়েছিলে। নিজেকে সবসময়ই ফিট রাখার চেষ্টা করতেন প্রিয়জিৎ। কিন্তু সেই ফিট রাখতে গিয়েই বিপত্তি। জিম করতে করতেই মৃত্যু হল বাংলার এ তরুণ ক্রিকেটারের।

আরও পড়ুন: কেরল-বাংলার ধর্মীয় সহাবস্থান ও সাংস্কৃতিক চেতনা সবার জন্য অনুকরণীয়

শুক্রবার সকালেই বাংলার ক্রিকেটারকে নিয়ে দুঃসংবাদটি আসে সিএবিতে। জিম করতে করতেই মাটিতে লুটিয়ে পড়েন ২২ বছরের প্রিয়জিৎ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি। জিমেই মৃত্যু হয়েছে বলেই তাঁর পরিবারের তরফ থেকেও নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: বাংলার ৩০ পরিযায়ী শ্রমিককে মুক্তি দিল হরিয়ানা

প্রিয়জিৎ অসুস্থ হয়ে পড়াতে জিমের সতীর্থ ও কোচ তাঁকে বীরভূমের মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বাংলা বললেই নিয়ে যাওয়া হচ্ছে ‘ডিটেনশন ক্যাম্পে’ ,হরিয়ানায় বাঙালি নির্যাতন চরমে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জিমেই মৃত্যু বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ-এর

আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : বয়স মাত্র ২২ বছর। আর এই বয়সেই অকাল মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ ঘোষ। সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে জেলা থেকে ক্রিকেটার তুলে আনার ব্যাপারে সিএবিকে কিছু পরামর্শ দিয়েছেন। তিনি নিজে জেলায় গিয়ে বাংলার ক্রিকেটার তোলার চেষ্টা করছেন। আর সেই মতোই বোলপুর থেকে উঠে আসছিলেন তরুণ ক্রিকেটার প্রিয়জিৎ।

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছিলেন প্রিয়জিৎ। সিএবি তাঁকে পুরস্কারও দিয়েছিলে। নিজেকে সবসময়ই ফিট রাখার চেষ্টা করতেন প্রিয়জিৎ। কিন্তু সেই ফিট রাখতে গিয়েই বিপত্তি। জিম করতে করতেই মৃত্যু হল বাংলার এ তরুণ ক্রিকেটারের।

আরও পড়ুন: কেরল-বাংলার ধর্মীয় সহাবস্থান ও সাংস্কৃতিক চেতনা সবার জন্য অনুকরণীয়

শুক্রবার সকালেই বাংলার ক্রিকেটারকে নিয়ে দুঃসংবাদটি আসে সিএবিতে। জিম করতে করতেই মাটিতে লুটিয়ে পড়েন ২২ বছরের প্রিয়জিৎ। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি। জিমেই মৃত্যু হয়েছে বলেই তাঁর পরিবারের তরফ থেকেও নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: বাংলার ৩০ পরিযায়ী শ্রমিককে মুক্তি দিল হরিয়ানা

প্রিয়জিৎ অসুস্থ হয়ে পড়াতে জিমের সতীর্থ ও কোচ তাঁকে বীরভূমের মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: বাংলা বললেই নিয়ে যাওয়া হচ্ছে ‘ডিটেনশন ক্যাম্পে’ ,হরিয়ানায় বাঙালি নির্যাতন চরমে