১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনীর সেবা করেছে, ১০ বছরের কিশোরকে দেওয়া হল সর্বকনিষ্ঠ অসামরিক যোদ্ধার সম্মান

পুবের কলম ডেস্ক: পাঞ্জাবের মামদোত গ্রামের দশ বছর বয়সী শ্রবন সিং পেল এক অনন্য সম্মান। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর সময় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে নানা ভাবে সাহায্য করার জন্য তাকে দেওয়া হয়েছে সর্বকনিষ্ঠ অসামরিক যোদ্ধার সম্মান। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রবন সংঘাতকালীন সময়ে সেনাদের জন্য চা, জল, লস্যি ও খাবারের ব্যবস্থা করত এবং সবসময় চেষ্টা করত যাতে সেনাদের কোনো অসুবিধা না হয়।

শ্রবনের বাবা সোনা সিং বলেন, “অপারেশন সিঁদুরের সময় শ্রবন নিজের ইচ্ছায় সেনাদের পাশে থেকেছে। কখনও চা, কখনও জল নিয়ে ছুটে যেত। আমরা কখনও বাধা দিইনি। আজ ওর এই কাজ আমাদের গর্বিত করেছে।”

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

শ্রবন এখন স্বপ্ন দেখে একদিন ভারতীয় সেনায় যোগ দেওয়ার। তার এই নিঃস্বার্থ ও সাহসী ভূমিকার জন্য মেজর জেনারেল রঞ্জীত সিং তার হাতে একটি বিশেষ উপহার তুলে দেন, যা পেয়ে শ্রবন আপ্লুত। সংবাদমাধ্যমের সামনে সে জানায়, “আমি খুব খুশি সেনাদের কাছ থেকে এই উপহার পেয়ে। আমি তাদের সঙ্গে সময় কাটাতে পেরে গর্বিত। আমিও একদিন ভারতীয় সেনায় যোগ দিতে চাই।” ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছোট্ট কিশোরের কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং
সর্বধিক পাঠিত

শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অপারেশন সিঁদুরের সময় সেনাবাহিনীর সেবা করেছে, ১০ বছরের কিশোরকে দেওয়া হল সর্বকনিষ্ঠ অসামরিক যোদ্ধার সম্মান

আপডেট : ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ডেস্ক: পাঞ্জাবের মামদোত গ্রামের দশ বছর বয়সী শ্রবন সিং পেল এক অনন্য সম্মান। ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’-এর সময় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে নানা ভাবে সাহায্য করার জন্য তাকে দেওয়া হয়েছে সর্বকনিষ্ঠ অসামরিক যোদ্ধার সম্মান। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রবন সংঘাতকালীন সময়ে সেনাদের জন্য চা, জল, লস্যি ও খাবারের ব্যবস্থা করত এবং সবসময় চেষ্টা করত যাতে সেনাদের কোনো অসুবিধা না হয়।

শ্রবনের বাবা সোনা সিং বলেন, “অপারেশন সিঁদুরের সময় শ্রবন নিজের ইচ্ছায় সেনাদের পাশে থেকেছে। কখনও চা, কখনও জল নিয়ে ছুটে যেত। আমরা কখনও বাধা দিইনি। আজ ওর এই কাজ আমাদের গর্বিত করেছে।”

আরও পড়ুন: অপারেশন সিঁদুর শুধুমাত্র ‘ট্রেলার’ ছিল, আমরা সর্বদা ‘সবক’ শেখাতে প্রস্তুত: হুঁশিয়ারি সেনাপ্রধানের

শ্রবন এখন স্বপ্ন দেখে একদিন ভারতীয় সেনায় যোগ দেওয়ার। তার এই নিঃস্বার্থ ও সাহসী ভূমিকার জন্য মেজর জেনারেল রঞ্জীত সিং তার হাতে একটি বিশেষ উপহার তুলে দেন, যা পেয়ে শ্রবন আপ্লুত। সংবাদমাধ্যমের সামনে সে জানায়, “আমি খুব খুশি সেনাদের কাছ থেকে এই উপহার পেয়ে। আমি তাদের সঙ্গে সময় কাটাতে পেরে গর্বিত। আমিও একদিন ভারতীয় সেনায় যোগ দিতে চাই।” ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছোট্ট কিশোরের কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আরও পড়ুন: জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখে যেতে চাই : আক্রম

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং