গুরুগ্রামে যুবক খুন: বন্ধুদের কটাক্ষের জেরে নির্মম হত্যাকাণ্ড

- আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
- / 33
পুবের কলম ওয়েবডেস্ক: হরিয়ানার গুরুগ্রামে চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, ২০ বছর বয়সি করণ নামে এক যুবককে তাঁর দুই বন্ধু আকাশ এবং শিবকুমার মিলে নৃশংসভাবে হত্যা করেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, করণ প্রায়ই তাদের শারীরিক গড়ন নিয়ে কটাক্ষ করতেন। আকাশ ও শিবকুমারের শরীর ছিল ‘স্লিম’ টাইপ, আর করণ ছিলেন পেশিবহুল। এই নিয়মিত উপহাসই হত্যার মূল কারণ বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট রাতে গুরুগ্রামের একটি স্কুলে করণ, আকাশ এবং শিবকুমার প্রবেশ করেন। সেখানে কথাকাটাকাটির পর রাগের মাথায় আকাশ ও শিবকুমার প্রথমে পাথর দিয়ে করণকে আঘাত করে, তারপর ধারালো কাঁচি দিয়ে নির্মমভাবে হত্যা করে। খুনের পর তাঁর দেহ স্কুলের শৌচাগারে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
৪ আগস্ট এক শিক্ষক স্কুল চত্বরে রক্তের দাগ দেখে সন্দেহ করেন। সেই দাগ অনুসরণ করে শৌচাগারে প্রবেশ করে তিনি করণের পচাগলা দেহ উদ্ধার করেন। মৃতদেহটি কয়েকদিন ধরে পড়ে থাকায় প্রথমে পরিচয় নিশ্চিত করতে অসুবিধা হয় পুলিশের।
তদন্তে নেমে পুলিশ তিন দিনের মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা খুনের কথা স্বীকার করেছে। তবে কেন তারা ওই রাতে স্কুলে গিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। গুরুগ্রামের এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত বলে মনে হচ্ছে। পুলিশ হেফাজতে থাকা দুই অভিযুক্তকে আরও জেরা করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই খুনের ঘটনায় গোটা গুরুগ্রাম এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা স্কুলের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হবে না।