০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি!

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 96

KYIV, UKRAINE - FEBRUARY 14, 2022: Ukraine's President Volodymyr Zelensky gives a joint press conference with Germany's Chancellor Olaf Scholz, following their meeting at the Mariinskyi Palace. Irina Yakovleva/TASS Óêðàèíà. Êèåâ. Ïðåçèäåíò Óêðàèíû Âëàäèìèð Çåëåíñêèé âî âðåìÿ ïðåññ-êîíôåðåíöèè ïî èòîãàì âñòðå÷è ñ êàíöëåðîì Ãåðìàíèè Îëàôîì Øîëüöåì â Ìàðèèíñêîì äâîðöå. Èðèíà ßêîâëåâà/ÒÀÑÑ

পুবের কলম ওয়েবডেস্ক : যুদ্ধ যত তীব্র হচ্ছে ততই জোরালো হচ্ছে আলোচনার টেবিলে বসার দাবি। এ ব্যাপারে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই সম্মতি দিয়েছে। ইউক্রেন জানায় রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্ভাব্য স্থান ও তারিখ ঠিক করতে মস্কোর সঙ্গে আলোচনা চলছে। যুদ্ধের তৃতীয় দিনে এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ। তিনি বলেন ’শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসতে আমরা আগেও প্রস্তুত ছিলাম এখনও আছি। তবে এ ব্যাপারে মস্কো এগিয়ে আসেনি। এখন তাদের সম্মতিতে আলোচনার জন্য স্থান ও তারিখ ঠিক করা হচ্ছে।’ ইঙ্গিত পাওয়া গেছে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসানোর মধ্যস্থতা করার চেষ্টা করছে ইসরাইল। এই আভাস দিয়েছেন ইসরাইলে নিয়োজিত ইউক্রেনের দূত ইউজিন করনিচাক। তিনি বলেন বিশ্বের মধ্যে ইসরাইলই একমাত্র রাষ্ট্র যার সঙ্গে ইউক্রেন ও রাশিয়া উভয়ের ভালো সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: বেসামরিক প্রাণহানিতে উদ্বিগ্ন ফ্রান্স, চায় যুদ্ধবিরতি ও আলোচনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি!

আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক : যুদ্ধ যত তীব্র হচ্ছে ততই জোরালো হচ্ছে আলোচনার টেবিলে বসার দাবি। এ ব্যাপারে রাশিয়া এবং ইউক্রেন উভয়ই সম্মতি দিয়েছে। ইউক্রেন জানায় রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্ভাব্য স্থান ও তারিখ ঠিক করতে মস্কোর সঙ্গে আলোচনা চলছে। যুদ্ধের তৃতীয় দিনে এই তথ্য জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকিফোরভ। তিনি বলেন ’শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনায় বসতে আমরা আগেও প্রস্তুত ছিলাম এখনও আছি। তবে এ ব্যাপারে মস্কো এগিয়ে আসেনি। এখন তাদের সম্মতিতে আলোচনার জন্য স্থান ও তারিখ ঠিক করা হচ্ছে।’ ইঙ্গিত পাওয়া গেছে রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসানোর মধ্যস্থতা করার চেষ্টা করছে ইসরাইল। এই আভাস দিয়েছেন ইসরাইলে নিয়োজিত ইউক্রেনের দূত ইউজিন করনিচাক। তিনি বলেন বিশ্বের মধ্যে ইসরাইলই একমাত্র রাষ্ট্র যার সঙ্গে ইউক্রেন ও রাশিয়া উভয়ের ভালো সম্পর্ক রয়েছে।

আরও পড়ুন: বেসামরিক প্রাণহানিতে উদ্বিগ্ন ফ্রান্স, চায় যুদ্ধবিরতি ও আলোচনা