৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার
  • / 134

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে ‘ডেথ সেলে’ বন্দি রাখা হয়েছে বলে দাবি করেছে তাঁর পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের সূত্র মতে, ইমরান খানকে কারাবন্দী অবস্থায় অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে এবং তাঁকে সাধারণ বন্দীদের থেকে সম্পূর্ণ আলাদা রাখা হচ্ছে।

পিটিআই কর্মকর্তারা জানান, এই ব্যবস্থা ইমরান খানের নিরাপত্তা ও জীবন ঝুঁকি থেকে রক্ষা করার জন্য নেওয়া হলেও এটি একটি ‘নির্যাতন’ হিসেবেই গণ্য করা হচ্ছে। তাদের দাবি, ইমরান খানের সঙ্গে কারাগারে যোগাযোগ অত্যন্ত সীমিত এবং তাঁকে একাকী ও কঠোর পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ অনুযায়ী, ইমরান খানকে কারাগারের ডেথ সেলে রাখা হয়েছে, যেখানে সাধারণত সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের বন্দি রাখা হয়। এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে করছেন, যা ইমরান খানের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: আল কায়দার যোগসূত্রে বেঙ্গালুরুর যুবতী গ্রেফতার, মোবাইলে পাকিস্তানি আধিকারিকদের নম্বর

পিটিআই নেতারা বলেছেন, ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি এখন গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানি গোলাবর্ষণে বাবা-মা হারানো ২২ শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

ইমরান খান ২০২২ সালের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হওয়ার পর থেকে বিভিন্ন মামলা ও অভিযোগের মুখোমুখি হয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক ধরনের অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে সরকারি আইন ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ।

আরও পড়ুন: পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকল কীভাবে? কেন্দ্রকে কড়া প্রশ্ন কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের

সর্বশেষ পরিস্থিতিতে, পিটিআই দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাঁকে অত্যন্ত কঠোর নিরাপত্তা ও বিচ্ছিন্নতার মধ্যে রাখা অত্যন্ত দুঃখজনক এবং এটি রাজনৈতিক শিকার করার প্রমাণ।দ

পিটিআই দাবি করছে, ইমরান খানের বিরুদ্ধে যে যে মামলা রয়েছে সেগুলো রাজনৈতিকভাবে প্ররোচিত এবং তাঁর ওপর রাজনৈতিক নির্যাতন চালানো হচ্ছে। তাই আন্তর্জাতিক মহল যেন এই বিষয়ে সতর্ক দৃষ্টি দেয়, সেই দাবি জানানো হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইমরান খানকে ‘ডেথ সেলে’ বন্দি রাখা হয়েছে, দাবি পিটিআইয়ের

আপডেট : ১৮ জুলাই ২০২৫, শুক্রবার

ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগারে ‘ডেথ সেলে’ বন্দি রাখা হয়েছে বলে দাবি করেছে তাঁর পার্টি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। পিটিআইয়ের সূত্র মতে, ইমরান খানকে কারাবন্দী অবস্থায় অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে রাখা হচ্ছে এবং তাঁকে সাধারণ বন্দীদের থেকে সম্পূর্ণ আলাদা রাখা হচ্ছে।

পিটিআই কর্মকর্তারা জানান, এই ব্যবস্থা ইমরান খানের নিরাপত্তা ও জীবন ঝুঁকি থেকে রক্ষা করার জন্য নেওয়া হলেও এটি একটি ‘নির্যাতন’ হিসেবেই গণ্য করা হচ্ছে। তাদের দাবি, ইমরান খানের সঙ্গে কারাগারে যোগাযোগ অত্যন্ত সীমিত এবং তাঁকে একাকী ও কঠোর পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ অনুযায়ী, ইমরান খানকে কারাগারের ডেথ সেলে রাখা হয়েছে, যেখানে সাধারণত সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের বন্দি রাখা হয়। এই সিদ্ধান্তকে অনেকেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মনে করছেন, যা ইমরান খানের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: আল কায়দার যোগসূত্রে বেঙ্গালুরুর যুবতী গ্রেফতার, মোবাইলে পাকিস্তানি আধিকারিকদের নম্বর

পিটিআই নেতারা বলেছেন, ইমরান খানের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি এখন গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তানি গোলাবর্ষণে বাবা-মা হারানো ২২ শিশুর পড়াশোনার দায়িত্ব নিলেন রাহুল গান্ধী

ইমরান খান ২০২২ সালের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হওয়ার পর থেকে বিভিন্ন মামলা ও অভিযোগের মুখোমুখি হয়েছেন। তাঁর বিরুদ্ধে একাধিক ধরনের অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে সরকারি আইন ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ।

আরও পড়ুন: পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকল কীভাবে? কেন্দ্রকে কড়া প্রশ্ন কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের

সর্বশেষ পরিস্থিতিতে, পিটিআই দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তাঁকে অত্যন্ত কঠোর নিরাপত্তা ও বিচ্ছিন্নতার মধ্যে রাখা অত্যন্ত দুঃখজনক এবং এটি রাজনৈতিক শিকার করার প্রমাণ।দ

পিটিআই দাবি করছে, ইমরান খানের বিরুদ্ধে যে যে মামলা রয়েছে সেগুলো রাজনৈতিকভাবে প্ররোচিত এবং তাঁর ওপর রাজনৈতিক নির্যাতন চালানো হচ্ছে। তাই আন্তর্জাতিক মহল যেন এই বিষয়ে সতর্ক দৃষ্টি দেয়, সেই দাবি জানানো হয়েছে।