মোহনবাগান ৪ কালীঘাট ০
কালীঘাটের বিরুদ্ধে বড় জয় মোহনবাগানের

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 29
পুবের কলম প্রতিবেদক: কালীঘাটের বিরুদ্ধে বড় জয় মোহনবাগানের। প্রথম ম্যাচে নৈহাটি স্টেডিয়ামে পুলিশের কাছে হেরে গিয়ে এবারের কলকাতা লিগ অভিযান শুরু করেছিল মোহনবাগান। এবারের প্রতিযোগিতায় মোহনবাগান তাদের অনূর্ধ্ব-২৩ দল খেলাচ্ছে। সামনে ডুরান্ড ও আইএসএলের কথা চিন্তা করেই সবুজ মেরুন ব্রিগেডের এই সিদ্ধান্ত। প্রথম ম্যাচে হারের পিছনে বেশ কিছু স্ট্রাটেজিক ভুল ছিল কোচ বাস্তব রায়ের।
বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ৪-০ গোলে উড়িয়ে অবশেষে জয়ের মুখ দেখল মোহনবাগান। এদিন বাগানের তরুণ প্লেয়ারদের স্কিল মুগ্ধ করেছে ফুটবল বিশেষজ্ঞদের। শুরু থেকেই কালীঘাটের বিরুদ্ধে মোহনবাগান ঠিক বড় দলের মতোই খেলল। বল পজিশন, উইং অ্যাটাক, গোলমুখী শট নেওয়ার তীব্রতা, সবেতেই কালীঘাটকে পিছনে ফেলল সবুজ মেরুন ব্রিগেড।
টেজিক
ম্যাচের ২১ মিনিটে প্রথম গোল পায় গঙ্গাপাড়ের ক্লাবটি। মাঝমাঠ থেকে সাজানো একটি পাসে সন্দীপ মালিকের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ঠিক তার কয়েক মিনিট বাদে বক্সের মধ্যে মোহনবাগান স্ট্রাইকারের বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে ফেলেন কালীঘাটের ডঙ্গেল।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শুরু করার পর দ্বিতীয়ার্ধেও দাপট দেখাতে শুরু করে সবুজ মেরুন ব্রিগেড। ৫১ মিনিটে আবদুল্লাহর গোলে ৩-০ করল মোহনবাগান। ৭৩ মিনিটে ফের গোল করলেন আবদুল্লাহ। তাঁর জোড়া গোলের পর কালীঘাট কিছুটা চেষ্টা করেছিল। কিন্তু তাঁদের হাতে সময় বা অস্ত্র কোনও কিছুই ছিল না। শেষ পর্যন্ত ৪-০ গোলে ম্যাচ জিতে অবশেষে মাঠ ছাড়ল মোহনবাগান।