২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীরা ভারতে ঢুকল কীভাবে? কেন্দ্রকে কড়া প্রশ্ন কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের

মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 32
পুবের কলম ওয়েবডেস্ক: পহেলগাঁওয়ে পাঁচ সন্ত্রাসবাদীর হামলা নিয়ে কেন্দ্র সরকারের কাছে জবাব চাইলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। সোমবার সংসদে তিনি বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বক্তব্যে স্পষ্ট করলেন না কি ভাবে পাঁচজন সন্ত্রাসবাদী ভারতে প্রবেশ করলেন? কি করে তারা ভারতে দাঁড়িয়ে এতজন মানুষকে প্রাণে মারলেন?”
তিনি আরও বলেন, “গোটা দেশ জানতে চায়, পাকিস্তান থেকে এই জঙ্গিরা কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করল এবং তাদের উদ্দেশ্য ঠিক কী ছিল?”
এই ঘটনার নৈতিক দায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেওয়া উচিত বলেও কটাক্ষ করেন গগৈ। তাঁর মতে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার দায়িত্ব যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপর, তাই পহেলগাওঁ এর মতো ঘটনা ঘটলে তা থেকে দায় এড়ানো যায় না।