পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও তীব্র হলো। বিক্ষোভে বিদেশি মদতের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
৮৬ বছর বয়সী খামেনি সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া বার্তায় বলেন, “ইরানি জাতি বারবার প্রমাণ করেছে যে তারা শত্রুদের মোকাবিলা করতে সক্ষম। যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি—তাদের প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ করা উচিত।” তিনি আরও বলেন, ইরান শক্তিশালী ও সচেতন রাষ্ট্র, যারা শত্রুদের প্রকৃত উদ্দেশ্য ভালোভাবেই চেনে। ১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থা বর্তমানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ট্রাম্প ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে নতুন করে কড়া পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের মতে, এই নীতির মাধ্যমে তেহরানকে আরও কোণঠাসা করা সম্ভব হবে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, টানা দুই সপ্তাহের বিক্ষোভে ইরানে এখন পর্যন্ত অন্তত ৬৪৬ জন নিহত হয়েছেন। পরিস্থিতির মধ্যেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ বার্তা আদান-প্রদান চলছে, যদিও ভবিষ্যৎ আলোচনা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।































