সব বেসরকারি কর্মীর জন্য একক সামাজিক সুরক্ষা নম্বর আনছে কেন্দ্র
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
- / 96
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের সমস্ত বেসরকারি কর্মীর সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে একক প্ল্যাটফর্মে আনতে চলেছে কেন্দ্র। এর নাম দেওয়া হয়েছে ‘ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি অ্যাকাউন্ট’। প্রতিটি কর্মীর জন্য একটি নির্দিষ্ট ইউনিক নম্বর থাকবে, যার সঙ্গে যুক্ত থাকবে পিএফ, ইএসআই, জন আরোগ্য যোজনা, ই-শ্রম ও শ্রমযোগী মনধন যোজনার মতো সরকারি প্রকল্প।
নরেন্দ্র মোদির সরকার ২০২৭ থেকে ২০৩০ সালের মধ্যে প্রায় ৫০ কোটি কর্মীর জন্য এই অ্যাকাউন্ট তৈরি করার লক্ষ্য নিয়েছে। শ্রম শক্তি নীতির তিন ধাপের সংস্কারের অংশ হিসেবে ২০৪৭ সালের মধ্যে এই প্রকল্প সম্পূর্ণ হবে। এই অ্যাকাউন্টের ফলে কর্মী কর্মস্থল বা রাজ্য বদল করলেও সরকারি সুবিধা পাওয়ার ধারাবাহিকতা বজায় থাকবে। কেন্দ্রের দাবি, এতে সংগঠিত ও অসংগঠিত,দু’ক্ষেত্রের শ্রমিকরাই দ্রুত ও কার্যকরভাবে সামাজিক সুরক্ষার সুবিধা পাবেন।

















































