পুবের কলম, ওয়েবডেস্ক: সীমান্তে পাক ড্রোন শনাক্ত হওয়ার ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে সীমান্তে দেখা যাওয়া ড্রোনগুলি আকারে ছোট এবং কম উচ্চতায় উড়ছিল। তাঁর দাবি, ড্রোনগুলির উদ্দেশ্য ছিল নজরদারি ও প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা।
জেনারেল দ্বিবেদী জানান, গত ১০ জানুয়ারি প্রায় ছ’টি ড্রোন এবং ১১ ও ১২ জানুয়ারি আরও দুই থেকে তিনটি ড্রোন দেখা গেছে। তিনি বলেন, “ড্রোনগুলি খুব ছোট আকারের ছিল এবং উজ্জ্বল আলো জ্বালিয়ে উড়ছিল। এগুলি খুব বেশি উচ্চতায় উড়ছিল না এবং খুব ঘন ঘনও দেখা যায়নি। আমার মনে হচ্ছে এগুলি প্রতিরক্ষামূলক ড্রোন ছিল, যারা কোনও প্রতিক্রিয়া হচ্ছে কি না তা যাচাই করছিল।”
সেনা প্রধানের বক্তব্য, ড্রোন পাঠানোর লক্ষ্য হতে পারে সীমান্তের কোন দুর্বলতা বা ফাঁক খুঁজে বের করে সেখান থেকে সন্ত্রাসী অনুপ্রবেশ করানো। “তারা হয়তো দেখতে চেয়েছে ভারতীয় সেনার কোথাও কোনও ঢিলেঢালা অবস্থা আছে কি না। আমার বিশ্বাস, তারা এই মুহূর্তে কোনও ফাঁক খুঁজে পায়নি,” মন্তব্য করেন জেনারেল দ্বিবেদী।
তিনি আরও জানান, এদিন ভারত ও প্রতিবেশী দেশের মধ্যে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস (ডিজিএমও) স্তরে আলোচনা হয়েছে এবং এই ড্রোন প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে। সেনাপ্রধান বলেন, “তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং এটি বন্ধ করতে হবে।”




























