সুকমায় খতম এক মাওবাদী, শহিদ কোবরা কমান্ডো

- আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 134
পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ে চলছে মাওবাদী অভিযান। গুলির সংঘর্ষে মৃত্যু এক মাওবাদীর। অন্যদিকে মাওবাদীদের গুলিতে মৃত্যু সিআরপিএফের এক কমান্ডো অফিসারের। ছত্তিশগড়ের সুকমা জেলায় লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তারক্ষী বাহিনী।ছত্তিশগড় জেলা রিসার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স ও সিআরপিএফের ২১০ ব্যাটালিয়নের কোবরা ইউনিট তুমরেল গ্রাম এলাকায় লাগাতার অভিযান চালাচ্ছে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার মাওবাদী দলের এক সদস্য নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। অসর্মথিত সূত্র থেকে জানা গিয়েছে, গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন এক কোবরা জওয়ানের। আহতদের সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়ুসেনার হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলে খবর।
বুধবার এই রাজ্যের বস্তারে মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে ২৬ জন মাওবাদী নিহত হয়েছে। তাদের মধ্যে ছিলেন মাওবাদীদের সংগঠনের প্রধান নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর। তার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।