১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য থেকে এবার হজযাত্রীর ১০৮৯৬, মহিলা হজযাত্রী ৪২০০

আবদুল ওদুদ:  পশ্চিমবঙ্গ থেকে ২০২৩ সালে হজ করতে যাচ্ছেন ১০, ৮৯৬ জন। এছাড়াও ত্রিপুরা, ওড়িশা,  ঝাড়খণ্ড,  বিহার, অসম, মণিপুরের হজযাত্রীরা কলকাতা থেকে হজ সম্পন্ন করতে সউদিতে যাবেন। সব মিলিয়ে ১৫,৩০৫ জন হজযাত্রী বাংলা থেকে হজ সম্পন্ন করতে পবিত্র ভূমি সউদি যাবেন। এবছরে উত্তর ২৪ পরগনা থেকে সব থেকে বেশি সংখ্যক হজযাত্রী হজ করবেন। উত্তর ২৪ পরগনা থেকে ১৫০৭ জন হজ যাত্রী যাবেন।

এর মধ্যে পুরুষ হজযাত্রীর সংখ্যা ৯৯৭ এবং মহিলা হজযাত্রীর সংখ্যা ৫১০ জন। রাজ্য থেকে পুরুষ হজযাত্রী যাবেন ৬৭০০ জনের কিছু বেশি এবং মহিনা হজযাত্রীর সংখ্যা ৪২০০-র কিছু বেশি। সব থেকে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ থেকে হজ করতে যাবেন ১৫০২জন এর মধ্যে ৯১৪ জন পুরুষ এবং মহিলা ৫৮৮ জন। এর পরই রয়েছে কলকাতা। কলকাতা থেকে ১৪৮০ জন  হজ করতে যাবেন। কলকাতা থেকে ৭৯১ জন পুরুষ এবং মহিলা ৬৮৯ জন। এর পরই রয়েছে আরও এক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মলদা। মালদা থেকে ১৩৭৬ জন হজ সম্পন্ন করতে যাবেন। এই জেলা থেকে ৭৭৩ জন পুরুষ এবং ৬০৩ জন মহিলা যাবেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে ১১৭০ জন হজ সম্পন্ন করতে যাবেন। দক্ষিণ ২৪ পরগনায় পুরুষ হজযাত্রীর সংখ্যা ৭৪৩ জন এবং মহিলা হজযাত্রীর সংখ্যা ৪৪৩ জন।

আরও পড়ুন: বৈষ্ণোদেবী যাত্রায় নিহত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

চলতি বছরে হুগলি জেলা থেকে ৪৪৭ জন হজ পালন করবেন এবছরে। এর মধ্যে ২৮১ জন পুরুষ ও ১৬৬ জন মহিলা। হাওড়া জেলা থেকে যাবেন ৮৪৭ জন, হাওড়ার পুরুষ হজযাত্রীর সংখ্যা ৫৩১ জন এবং মহিলা ৩১৬ জন।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

উত্তর দিনাজপুর থেকে যাবেন ৫৭২ জন, পশ্চিম বর্ধমান থেকে ৩১৯ জন, নদিয়া জেলা থেকে ১৬৬ জন। পুরুলিয়া থেকে ৩০ জন। পূর্ব বর্ধমান থেকে ২৯১ জন। বীরভূম থেকে ৩৩৫ জন। দার্জিলিং থেকে যাবেন ৩৬ জন। কালিম্পং থেকে ৬জন। ঝাড়গ্রাম জেলা থেকে এবছর কোনও হজযাত্রী হজ সম্পন্ন করতে যাচ্ছেন না। কোচবিহার থেকে যাচ্ছেন ১৬৭ জন। এছাড়াও অন্যান্য জেলা থেকে বেশ কিছু হজযাত্রী রয়েছে।

আরও পড়ুন: জমজম পানি: উপকারিতা, ঘটনা এবং ইতিহাস

পশ্চিমবঙ্গ ছাড়াও এবছর ত্রিপুরা থেকে ১৬৫ জন, ওড়িশা থেকে ৯০৪ জন, ঝাড়খণ্ড থেকে ৪০৬ জন, বিহার থেকে ১৮৪৭ জন, অসমের একটা অংশে হজযাত্রীরা কলকাতা থেকে যাবেন।

এই হজযাত্রীর সংখ্যা ২৮৮ জন। মণিপুর থেকে যাবেন ৭৯৩ জন। এছাড়াও মহারাষ্ট্র থেকে ৪ জন এবং মধ্যপ্রদেশের ২ জন হজযাত্রী কলকাতা হয়ে পবিত্র মক্কায় হজ সম্পন্ন করতে যাবেন। পশ্চিমবঙ্গ থেকে ১৫৩০৫ জন হজযাত্রী হজ সম্পন্ন করতে যাবেন। তার জন্য প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে। আগামী ২১ মে কলকাতা বিমান বন্দর থেকে প্রথম বিমান ছাড়ার কথা রয়েছে। প্রতিটি বিমানের হজযাত্রীদের শুভেচ্ছা জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং আধিকারিকরা উপস্থিত থাকবেন।

 

সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য থেকে এবার হজযাত্রীর ১০৮৯৬, মহিলা হজযাত্রী ৪২০০

আপডেট : ১৪ মে ২০২৩, রবিবার

আবদুল ওদুদ:  পশ্চিমবঙ্গ থেকে ২০২৩ সালে হজ করতে যাচ্ছেন ১০, ৮৯৬ জন। এছাড়াও ত্রিপুরা, ওড়িশা,  ঝাড়খণ্ড,  বিহার, অসম, মণিপুরের হজযাত্রীরা কলকাতা থেকে হজ সম্পন্ন করতে সউদিতে যাবেন। সব মিলিয়ে ১৫,৩০৫ জন হজযাত্রী বাংলা থেকে হজ সম্পন্ন করতে পবিত্র ভূমি সউদি যাবেন। এবছরে উত্তর ২৪ পরগনা থেকে সব থেকে বেশি সংখ্যক হজযাত্রী হজ করবেন। উত্তর ২৪ পরগনা থেকে ১৫০৭ জন হজ যাত্রী যাবেন।

এর মধ্যে পুরুষ হজযাত্রীর সংখ্যা ৯৯৭ এবং মহিলা হজযাত্রীর সংখ্যা ৫১০ জন। রাজ্য থেকে পুরুষ হজযাত্রী যাবেন ৬৭০০ জনের কিছু বেশি এবং মহিনা হজযাত্রীর সংখ্যা ৪২০০-র কিছু বেশি। সব থেকে সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ থেকে হজ করতে যাবেন ১৫০২জন এর মধ্যে ৯১৪ জন পুরুষ এবং মহিলা ৫৮৮ জন। এর পরই রয়েছে কলকাতা। কলকাতা থেকে ১৪৮০ জন  হজ করতে যাবেন। কলকাতা থেকে ৭৯১ জন পুরুষ এবং মহিলা ৬৮৯ জন। এর পরই রয়েছে আরও এক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মলদা। মালদা থেকে ১৩৭৬ জন হজ সম্পন্ন করতে যাবেন। এই জেলা থেকে ৭৭৩ জন পুরুষ এবং ৬০৩ জন মহিলা যাবেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে ১১৭০ জন হজ সম্পন্ন করতে যাবেন। দক্ষিণ ২৪ পরগনায় পুরুষ হজযাত্রীর সংখ্যা ৭৪৩ জন এবং মহিলা হজযাত্রীর সংখ্যা ৪৪৩ জন।

আরও পড়ুন: বৈষ্ণোদেবী যাত্রায় নিহত পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

চলতি বছরে হুগলি জেলা থেকে ৪৪৭ জন হজ পালন করবেন এবছরে। এর মধ্যে ২৮১ জন পুরুষ ও ১৬৬ জন মহিলা। হাওড়া জেলা থেকে যাবেন ৮৪৭ জন, হাওড়ার পুরুষ হজযাত্রীর সংখ্যা ৫৩১ জন এবং মহিলা ৩১৬ জন।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

উত্তর দিনাজপুর থেকে যাবেন ৫৭২ জন, পশ্চিম বর্ধমান থেকে ৩১৯ জন, নদিয়া জেলা থেকে ১৬৬ জন। পুরুলিয়া থেকে ৩০ জন। পূর্ব বর্ধমান থেকে ২৯১ জন। বীরভূম থেকে ৩৩৫ জন। দার্জিলিং থেকে যাবেন ৩৬ জন। কালিম্পং থেকে ৬জন। ঝাড়গ্রাম জেলা থেকে এবছর কোনও হজযাত্রী হজ সম্পন্ন করতে যাচ্ছেন না। কোচবিহার থেকে যাচ্ছেন ১৬৭ জন। এছাড়াও অন্যান্য জেলা থেকে বেশ কিছু হজযাত্রী রয়েছে।

আরও পড়ুন: জমজম পানি: উপকারিতা, ঘটনা এবং ইতিহাস

পশ্চিমবঙ্গ ছাড়াও এবছর ত্রিপুরা থেকে ১৬৫ জন, ওড়িশা থেকে ৯০৪ জন, ঝাড়খণ্ড থেকে ৪০৬ জন, বিহার থেকে ১৮৪৭ জন, অসমের একটা অংশে হজযাত্রীরা কলকাতা থেকে যাবেন।

এই হজযাত্রীর সংখ্যা ২৮৮ জন। মণিপুর থেকে যাবেন ৭৯৩ জন। এছাড়াও মহারাষ্ট্র থেকে ৪ জন এবং মধ্যপ্রদেশের ২ জন হজযাত্রী কলকাতা হয়ে পবিত্র মক্কায় হজ সম্পন্ন করতে যাবেন। পশ্চিমবঙ্গ থেকে ১৫৩০৫ জন হজযাত্রী হজ সম্পন্ন করতে যাবেন। তার জন্য প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে। আগামী ২১ মে কলকাতা বিমান বন্দর থেকে প্রথম বিমান ছাড়ার কথা রয়েছে। প্রতিটি বিমানের হজযাত্রীদের শুভেচ্ছা জানাতে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং আধিকারিকরা উপস্থিত থাকবেন।