০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

মারুফা খাতুন
  • আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
  • / 278

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে শাসক তৃনমূল কংগ্রেসের যোগদান পর্ব চলছে। দীর্ঘ দিন বিজেপির হাতে থাকা জয়নগর বিধানসভার মায়াহাউড়ি পঞ্চায়েতের কয়েক হাজার সমর্থক রবিবার তৃনমূলে যোগদান করলো। এদিন মায়াহাউড়ি পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জীবন মন্ডলের হাটে এক যোগদান সভা হয়ে গেল। এদিন বিজেপি নির্দল ও সিপিএম থেকে প্রায় এক হাজার ৯০০ জন কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলো বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেয়।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের ১৫৮ নম্বর বুথে বর্তমান নির্দলের সদস্য রাখি গায়েন ও প্রাক্তন বিজেপির পঞ্চায়েত সদস্য পার্থ সারথি গায়েন, সিপিএমের মনিরুল মোল্লা সহ ১৬০, ১৬৬, ১৬৮, ১৭০, ১৭৩ নম্বর বুথ ও বিজেপির পরিচালিত মহাপ্রভু ক্লাবের সমস্ত বিজেপির সদস্যরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলো। এদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর ২ নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শাহাবুদ্দিন শেখ, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, কর্মাধ্যক্ষ
কর্ণকান্তি হালদার, মায়াহাউড়ি পঞ্চায়েত প্রধান আইজুল মোল্লা রাজু,মায়াহাউড়ি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্যামল দাস,বিধান হালদার সহ নেতৃবৃন্দরা।

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

এদিন যোগদান সভা থেকে বিজেপিকে তুলোধোনা করে বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, আগে এই গ্রাম পঞ্চায়েত ১০ বছর বিজেপির দখলে ছিল। কোনো উন্নয়ন করতে পারেনি বিজেপির প্রধান সদস্যরা। পানীয় জল, জল নিকাশি, রাস্তা তৈরিতে কাটমানির অভিযোগ করে আজ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে। তিনি বলেন ধর্মীয় জুজু দেখিয়ে ভোটে জেতার পরিকল্পনা মানুষ ব্যর্থ করবে ২৬ এর বিধানসভার নির্বাচনে। তিনি বলেন এই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। এদিনের এই তৃণমূল কংগ্রেসের যোগদান ভোটের আগে শক্তি বাড়িয়ে দিল তৃনমূলকে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি সহ বিরোধী দল থেকে প্রায় ১৯০০ জন কর্মী সমর্থকের তৃনমূলে যোগদান

আপডেট : ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে বিভিন্ন দল থেকে শাসক তৃনমূল কংগ্রেসের যোগদান পর্ব চলছে। দীর্ঘ দিন বিজেপির হাতে থাকা জয়নগর বিধানসভার মায়াহাউড়ি পঞ্চায়েতের কয়েক হাজার সমর্থক রবিবার তৃনমূলে যোগদান করলো। এদিন মায়াহাউড়ি পঞ্চায়েতের তৃনমূল কংগ্রেসের উদ্যোগে জীবন মন্ডলের হাটে এক যোগদান সভা হয়ে গেল। এদিন বিজেপি নির্দল ও সিপিএম থেকে প্রায় এক হাজার ৯০০ জন কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলো বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেয়।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর বিধানসভার মায়াহাউড়ি গ্রাম পঞ্চায়েতের ১৫৮ নম্বর বুথে বর্তমান নির্দলের সদস্য রাখি গায়েন ও প্রাক্তন বিজেপির পঞ্চায়েত সদস্য পার্থ সারথি গায়েন, সিপিএমের মনিরুল মোল্লা সহ ১৬০, ১৬৬, ১৬৮, ১৭০, ১৭৩ নম্বর বুথ ও বিজেপির পরিচালিত মহাপ্রভু ক্লাবের সমস্ত বিজেপির সদস্যরা তৃণমূল কংগ্রেসের যোগদান করলো। এদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস, জয়নগর ২ নম্বর ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি শাহাবুদ্দিন শেখ, জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, কর্মাধ্যক্ষ
কর্ণকান্তি হালদার, মায়াহাউড়ি পঞ্চায়েত প্রধান আইজুল মোল্লা রাজু,মায়াহাউড়ি অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্যামল দাস,বিধান হালদার সহ নেতৃবৃন্দরা।

আরও পড়ুন: ‘SIR ভয় দেখানোর অস্ত্র’, পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘৃণার রাজনীতির ফল বলছে তৃণমূল

এদিন যোগদান সভা থেকে বিজেপিকে তুলোধোনা করে বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, আগে এই গ্রাম পঞ্চায়েত ১০ বছর বিজেপির দখলে ছিল। কোনো উন্নয়ন করতে পারেনি বিজেপির প্রধান সদস্যরা। পানীয় জল, জল নিকাশি, রাস্তা তৈরিতে কাটমানির অভিযোগ করে আজ দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করছে। তিনি বলেন ধর্মীয় জুজু দেখিয়ে ভোটে জেতার পরিকল্পনা মানুষ ব্যর্থ করবে ২৬ এর বিধানসভার নির্বাচনে। তিনি বলেন এই এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। এদিনের এই তৃণমূল কংগ্রেসের যোগদান ভোটের আগে শক্তি বাড়িয়ে দিল তৃনমূলকে।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের