পরিযায়ী শ্রমিকের মৃতদেহ আনতে গিয়ে দুর্ঘটনা, হত ২

- আপডেট : ২৫ জুলাই ২০২৫, শুক্রবার
- / 23
পুবের কলমের প্রতিবেদক, নদিয়া: কানাই বিশ্বাস (৪২) নামের এক ব্যক্তি পুনেতে হোটেলে কাজ করার সময় অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সেখানেই তাঁর মৃত্যু হয়। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের ঘোড়ালিয়া খাপড়া ঢাঙার বাসিন্দা ছিলেন কানাই বিশ্বাস।
পরিবার তাঁর মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে আনার উদ্যোগ নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে নাগপুরের কাছে সেই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় অ্যাম্বুলেন্স চালক ও কানাই বিশ্বাসের আত্মীয় পঙ্কজ বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তির। তিনি নদিয়ার বাথনা এলাকার বাসিন্দা এবং পুনেতেই হোটেলে কর্মরত ছিলেন। অ্যাম্বুলেন্সে আরও ছিলেন কানাই বিশ্বাসের ছেলে এবং আরেক অ্যাম্বুলেন্স চালক, যারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি পুনে থেকে ভাড়া করে শান্তিপুরে আসছিল। একদিকে পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অন্যদিকে তাঁর মৃতদেহ আনতে গিয়ে আরও দুইজনের প্রাণহানি–এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার কানাই বিশ্বাসের দেহ শান্তিপুরে পৌঁছায় বলে পরিবার সূত্রে জানা গেছে।