২০ হাজার ভারতীয় শিক্ষার্থী ইউক্রেন থেকে দেশে ফিরেছে, জানাল কেন্দ্র

- আপডেট : ৩০ জুলাই ২০২২, শনিবার
- / 9
পুবের কলম, ওয়েবডেস্ক : বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে ২০ হাজার ভারতীয় শিক্ষার্থী ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছে বলে শুক্রবার লোকসভায় কেন্দ্রের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়।
কেন্দ্রের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন বিদেশ মন্ত্রকের পাওয়া তথ্য অনুসারে, ইউক্রেনের কিয়েভে ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই সেই দেশের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে এখানে শিক্ষারত ভারতীয় পড়ুয়াদের সমস্ত নথি, প্রতিলিপি প্রদানের কথা জানিয়েছে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে দূতাবাসের ওয়েবসাইটে এই সংক্রান্ত সমস্ত বিষয়টি নথিভুক্ত করা হয়েছে।
২০০২ মে মেডিকেল ইনস্টিটিউশন রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী, স্নাতক মেডিক্যাল কোর্সে ভর্তি হওয়ার জন্য একজন ভারতীয় নাগরিককে ২০১৮-র মে বা তার পরে, ভারতের বাইরের কোনও মেডিকেল প্রতিষ্ঠান থেকে প্রাথমিক চিকিৎসার যোগ্যতা অর্জন করতে ইচ্ছুক কোনও ভারতীয় নাগরিককে বাধ্যতামূলকভাবে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য জাতীয় যোগ্যতা-কাম এন্ট্রান্স টেস্ট (নিট) এই প্রবেশিকা পরীক্ষার যোগ্যতা অর্জন করতে হবে।
নিট-এর ফলাফলকেই যোগ্যতার শংসাপত্র হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) আলাদা করে অনুমতির প্রয়োজন নেই। তাই এমবিবিএস করার জন্য বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের তথ্য, কেন্দ্রের কাছে সংরক্ষিত থাকে না।
বিদেশে পড়তে যাওয়া মেডিকেল শিক্ষার্থী বা স্নাতকরা ‘স্ক্রিনিং টেস্ট রেগুলেশন, ২০০২’ ও ‘ফরেন মেডিকেল গ্রাজুয়েট লাইসেন্স রেগুলেশনস, ২০২১’-আইনের আওতায় পড়ে।
ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল অ্যাক্ট-১৯৫৬ এবং ন্যাশনাল মেডিক্যাল কমিশন অ্যাক্ট-২০১৯, এর পাশাপাশি কোনও বিদেশি মেডিকেল ইনস্টিটিউট থেকে ভারতীয় মেডিক্যাল কলেজে চিকিৎসাবিদ্যায় পাঠরত ছাত্রদের স্থানান্তর করার প্রবিধানে কোনও বিধান নেই। কোনও ভারতীয় মেডিকেল ইনস্টিটিউটে কোনও বিদেশি মেডিকেল ছাত্রকে স্থানান্তর বা স্থানান্তর করার জন্য ন্যাশনাল মেডিক্যাল কমিশনের দ্বারা কোনও অনুমতি দেওয়া হয় না।