২০২৬-এর বিশ্বকাপ টিকিটের দাম বেড়েছে ১০ গুণ

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 164
পুবের কলম প্রতিবেদক: ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপের চেয়ে এবার ২০২৬ সালের বিশ্বকাপের টিকিটের দাম বেড়েছে প্রায় ১০ গুণ। যার ফলে ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে চলেছে ২০২৬ সালের বিশ্বকাপ। ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় এবার সব শ্রেণির টিকিটেই ব্যাপক মূল্যবৃদ্ধি ঘটেছে।
বিশেষ করে ‘ক্যাটাগরি ৪’ বা সাধারণ দর্শকের জন্য নির্ধারিত টিকিটের দাম বেড়েছে প্রায় দশগুণ। কাতারে উদ্বোধনী ম্যাচের সবচেয়ে সস্তা টিকিটের দাম ছিল ৫৫ ডলার। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপের সেই টিকিটের দাম দাঁড়িয়েছে ৫৬০ ডলারে। এবার সবচেয়ে সস্তা টিকিটের দামই আগের আসরের সবচেয়ে দামী ‘ক্যাটাগরি ১’ টিকিটের কাছাকাছি।
গ্রুপ পর্বের টিকিটের দাম বেড়েছে ৯ গুণ। আগে যা ছিল মাত্র ১১ ডলার, এখন তা ১০০ ডলার। ফাইনাল ম্যাচের ক্ষেত্রে এই বৃদ্ধি আরও চমকে দেওয়ার মতো। ২০২২ সালে ফাইনালের সবচেয়ে সস্তা টিকিট ছিল ২০৬ ডলার, এবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ২০৩০ ডলারে। এই বিশাল মূল্যবৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। কেউ কেউ লিখেছেন, ‘এমন দামে বিশ্বকাপ দেখা এখন শুধু ধনীদের পক্ষেই সম্ভব।’