০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

‘অপারেশন কাবেরী’ অভিযানে সুদান থেকে দেশে ফিরল ২২৯ জন ভারতীয়

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার
  • / 64

পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর জন্য ‘অপারেশন কাবেরী’ উদ্ধার অভিযান জারি রয়েছে। বহু ঝুঁকি সত্ত্বেও রবিবার ২২৯ জনকে ভারতে ফেরানো হল। তিন সপ্তাহ কেটে গিয়েছে তাও অচলাবস্থা জারি রয়েছে সুদানে। আর এই গৃহযুদ্ধেই প্রাণ হারাচ্ছেন শয়ে শয়ে সাধারণ মানুষ। অগ্নিগর্ভ পরিস্থিতিতে সুদানে আটকে পড়েছে ভারতীয়রা। তাদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর উদ্দেশেই মোদি সরকারের উদ্যোগে শুরু হয়েছে অপারেশন কাবেরী উদ্ধার অভিযান।

চলতি মাসের শুরুতেই সুদানের সেনা বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। বিগত তিন সপ্তাহ ধরে এই সংঘর্ষ জারি রয়েছে। একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করার অনুরোধ সত্ত্বেও তা বারংবার লঙ্ঘন করা হয়েছে। শনিবার রাতেও খারতুমে সংঘর্ষ হয় দুই বাহিনীর মধ্যে।

আরও পড়ুন: সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮

শুধুমাত্র ভারতই নয়, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশ সৌদি আরবের সাহায্য নিয়ে নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করে আনছে। গত শনিবার অপারেশন কাবেরীর দশম পর্যায়ে মোট ১৩৫জন ভারতীয়দের সুদান থেকে উদ্ধার করে আনা হয়েছে। রবিবার সকালে আরও ২২৯ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয় ভারতীয় বায়ুসেনার সি ১৩০জে বিমানে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি ট্যুইট করে লিখেছেন, ‘ প্রথম ব্যাচটি বুধবার ৩৬০ জনকে নিয়ে দিল্লি ফেরে। দ্বিতীয় ব্যাচটি বৃহস্পতিবার ২৪৬ জন নিয়ে ভারতে ফিরেছে। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সুদান থেকে ভারতে ১৯৫৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।’

আরও পড়ুন: ভয়াবহ ভূমিধস সুদানে, নিহত ১০০০এর বেশি

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘অপারেশন কাবেরী’ অভিযানে সুদান থেকে দেশে ফিরল ২২৯ জন ভারতীয়

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: যুদ্ধ বিধ্বস্ত সুদান থেকে ভারতীয়দের দেশে ফেরানোর জন্য ‘অপারেশন কাবেরী’ উদ্ধার অভিযান জারি রয়েছে। বহু ঝুঁকি সত্ত্বেও রবিবার ২২৯ জনকে ভারতে ফেরানো হল। তিন সপ্তাহ কেটে গিয়েছে তাও অচলাবস্থা জারি রয়েছে সুদানে। আর এই গৃহযুদ্ধেই প্রাণ হারাচ্ছেন শয়ে শয়ে সাধারণ মানুষ। অগ্নিগর্ভ পরিস্থিতিতে সুদানে আটকে পড়েছে ভারতীয়রা। তাদের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর উদ্দেশেই মোদি সরকারের উদ্যোগে শুরু হয়েছে অপারেশন কাবেরী উদ্ধার অভিযান।

চলতি মাসের শুরুতেই সুদানের সেনা বাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ বাধে। বিগত তিন সপ্তাহ ধরে এই সংঘর্ষ জারি রয়েছে। একাধিকবার যুদ্ধবিরতি ঘোষণা করার অনুরোধ সত্ত্বেও তা বারংবার লঙ্ঘন করা হয়েছে। শনিবার রাতেও খারতুমে সংঘর্ষ হয় দুই বাহিনীর মধ্যে।

আরও পড়ুন: সুদানে মসজিদে ড্রোন হামলা, নিহত ৭৮

শুধুমাত্র ভারতই নয়, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশ সৌদি আরবের সাহায্য নিয়ে নিজেদের দেশের নাগরিকদের উদ্ধার করে আনছে। গত শনিবার অপারেশন কাবেরীর দশম পর্যায়ে মোট ১৩৫জন ভারতীয়দের সুদান থেকে উদ্ধার করে আনা হয়েছে। রবিবার সকালে আরও ২২৯ জন ভারতীয়কে উদ্ধার করে আনা হয় ভারতীয় বায়ুসেনার সি ১৩০জে বিমানে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একটি ট্যুইট করে লিখেছেন, ‘ প্রথম ব্যাচটি বুধবার ৩৬০ জনকে নিয়ে দিল্লি ফেরে। দ্বিতীয় ব্যাচটি বৃহস্পতিবার ২৪৬ জন নিয়ে ভারতে ফিরেছে। সরকারি তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত সুদান থেকে ভারতে ১৯৫৪ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে।’

আরও পড়ুন: ভয়াবহ ভূমিধস সুদানে, নিহত ১০০০এর বেশি

আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি হোমে খাবার খেয়ে অসুস্থ ১৬, মৃত্যু চার শিশুর