২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান ভ্রমণে সতর্কতা ৩ দেশের

ইমামা খাতুন
  • আপডেট : ১০ মে ২০২৩, বুধবার
  • / 41

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর দেশটিতে ভ্রমণে নিজ দেশে নাগরিকদের সতর্ক করেছে ব্রিটেন, আমেরিকা ও কানাডা। দেশগুলো আশঙ্কা করছে, ইমরানের গ্রেফতারিকে কেন্দ্র করে পাকিস্তানে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তা আরও ভয়ানক রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে নাগরিকরা যাতে পাকিস্তান ভ্রমণ না করেন সেই আহ্বান জানিয়েছে ৩ দেশের সরকার।

ব্রিটেনের ‘ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ ব্রিটিশদের পাকিস্তানের রাজনৈতিক সমাবেশ ও জনসভা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লিভারলি জোর দিয়ে বলেছেন, ‘আমরা পাকিস্তানে শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চাই। আমরা চাই দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠা হোক।’ এদিকে পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসলামাবাদে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পাকিস্তানে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনবহুল এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। কানাডাও নিজ নাগরিকদের পাকিস্তান ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তান ভ্রমণে সতর্কতা ৩ দেশের

আপডেট : ১০ মে ২০২৩, বুধবার

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারির পর দেশটিতে ভ্রমণে নিজ দেশে নাগরিকদের সতর্ক করেছে ব্রিটেন, আমেরিকা ও কানাডা। দেশগুলো আশঙ্কা করছে, ইমরানের গ্রেফতারিকে কেন্দ্র করে পাকিস্তানে যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তা আরও ভয়ানক রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে নাগরিকরা যাতে পাকিস্তান ভ্রমণ না করেন সেই আহ্বান জানিয়েছে ৩ দেশের সরকার।

ব্রিটেনের ‘ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ ব্রিটিশদের পাকিস্তানের রাজনৈতিক সমাবেশ ও জনসভা এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। ব্রিটিশ বিদেশমন্ত্রী জেমস ক্লিভারলি জোর দিয়ে বলেছেন, ‘আমরা পাকিস্তানে শান্তিপূর্ণ গণতন্ত্র দেখতে চাই। আমরা চাই দেশটিতে আইনের শাসন প্রতিষ্ঠা হোক।’ এদিকে পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন দূতাবাস জানিয়েছে, ইসলামাবাদে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের ঘটনাগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পাকিস্তানে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি জনবহুল এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। কানাডাও নিজ নাগরিকদের পাকিস্তান ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে।

আরও পড়ুন: পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

আরও পড়ুন: এবার পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে নজর ইসরাইলের