লখনউতে বহুতল বাড়ি ভেঙে মৃত ৩ জন, ধ্বংসস্তূপে আঁটকে ৪ টি পরিবার
ইমামা খাতুন
- আপডেট :
২৪ জানুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 11
ছবি-সংগৃহীত
পুবের কলম ওয়েবডেস্ক: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল বাড়ি। উত্তরপ্রদেশের লখনউতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বলেই খবর। এদিনের ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। বহুতলের ধ্বংসস্তূপে আঁটকে রয়েছে আরও ৪ টি পরিবার। মঙ্গলবার দুপুরে দিল্লিতে ভূমিকম্পের জেরেই কি এই দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় তারা।
এক সাক্ষাৎকারে পুলিশ আধিকারিক জানিয়েছে, ওয়াজির হাসান রোড এলাকার ওই বাড়িটিতে বেশ কিছু পরিবারের বাস ছিল। উত্তরপ্রদেশের সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশের মুখপাত্র আব্বাস হায়দারও সপরিবার ওই বহুতলেই থাকতেন। তারা এখনও ধ্বংসস্তূপে আঁটকে রয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই বহুতলটি। চাপা পড়ে যান বাসিন্দারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের উদ্ধারকারী দল সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, এই দুর্ঘটনায় ৩ জন মারা গিয়েছেন। তাঁর তদারকিতে জোরকদমে উদ্ধারকাজ শুরু হয়েছে।