৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
- আপডেট : ১৪ মে ২০২২, শনিবার
- / 27
পুবের কলম ওয়েবডেস্কঃ অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশ। কিন্তু সাগরে ক্ষেপণাস্ত্র মেরে শক্তি প্রদর্শনের বেলায় সবার চেয়ে এগিয়ে উত্তর কোরিয়া। দেশে দুর্ভিক্ষ তো কী, প্রেসিডেন্ট কিম জং উন আছেন আপন খেয়ালে। জাপান সাগরে তিনটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উ. কোরিয়া। দ. কোরিয়ার নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর পিয়ং ইয়ংয়ের এটাই প্রথম অস্ত্র পরীক্ষা। দ. কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে পিয়ং ইয়ংয়ের সুনান এলাকা থেকে মিসাইলগুলি উৎক্ষেপণ করা হয়। ভূমি থেকে ৯০ কিলোমিটার ওপরে উড়ে মিসাইলগুলো ৩৬০ কিলোমিটার দূরে জাপান সাগরে পতিত হয়। চলতি বছর এ নিয়ে ১৬ বারের মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া। দ. কোরিয়ার সামরিক কমান্ড বলেছে, সম্প্রতি উ. কোরিয়ার ধারাবাহিক ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ একটি গুরুতর উসকানি, যা এই অঞ্চল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে। দ. কোরিয়া ও মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ উ. কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের বিস্তারিত বিশ্লেষণ করছে। এর আগে ৭ মে উ. কোরিয়া একটি ডুবোজাহাজ থেকে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে। তার আগে ৪ মে দেশটি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে। ২১ মে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের দ. কোরিয়া সফরের কথা রয়েছে। তার আগে উ. কোরিয়া নতুন পারমাণবিক পরীক্ষা চালাবে বলে আশঙ্কা।