২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে রওনা হলেন মতুয়া সম্প্রদায়ের ৩০ জনের প্রতিনিধি দল

মারুফা খাতুন
  • আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
  • / 52

পুবের কলম ওয়েবডেস্ক : এসআইআর বাতিলের দাবিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির নেতৃত্বে বিহার জুড়ে কংগ্রেস কর্মীদের ভোটাধিকার যাত্রা চলছে। ওই যাত্রায় অংশ নিতে শুক্রবার মতুয়া সম্প্রদায়ের ৩০ জনের এক প্রতিনিধি দল হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ধরে বিহারের ছাপরার উদ্দেশ্যে রওনা হন।

এদিন দুপুরে হাওড়া স্টেশনে বনগাঁ থেকে জমায়েত হন তাঁরা। তাঁদের সহযোগিতার জন্য ছিলেন কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল। এদিন মতুয়ারা অভিযোগ করেন, তাঁদের নাগরিকত্ব নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ছেলেখেলা করছে। এসআইআরের নামে তাঁদের নাগরিকত্ব বাতিল করার কথা ভাবছে। এই পরিস্থিতিতে তাঁরা বিহারে যাচ্ছেন রাহুল গান্ধির মিছিলে অংশ নিতে।

আরও পড়ুন: Voter Adhikar Yatra: Rahul Gandhi-কে চুম্বন যুবকের, পাল্টা খেতে হলো চড়

তারা রাহুল গান্ধিকে পুরো বিষয়টা বলবেন। কংগ্রেস মুখপাত্র কেতন জয়সোয়াল বলেন, জাতের ভিত্তিতে জনগণনার দাবির পর ভোটাধিকার যাত্রা সাড়া ফেলেছে। মতুয়াদের নিয়ে বিজেপি এক এক সময়ে এক এক রকম কাগজ চেয়ে দাবি জানাচ্ছে। তাঁরা চান এসআইআর বাতিল হোক। এ ব্যাপারে রাহুল গান্ধির সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন: বিহারের মাটি থেকে ভোটচুরির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা রাহুলের

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাহুল গান্ধির সঙ্গে দেখা করতে রওনা হলেন মতুয়া সম্প্রদায়ের ৩০ জনের প্রতিনিধি দল

আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক : এসআইআর বাতিলের দাবিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির নেতৃত্বে বিহার জুড়ে কংগ্রেস কর্মীদের ভোটাধিকার যাত্রা চলছে। ওই যাত্রায় অংশ নিতে শুক্রবার মতুয়া সম্প্রদায়ের ৩০ জনের এক প্রতিনিধি দল হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ধরে বিহারের ছাপরার উদ্দেশ্যে রওনা হন।

এদিন দুপুরে হাওড়া স্টেশনে বনগাঁ থেকে জমায়েত হন তাঁরা। তাঁদের সহযোগিতার জন্য ছিলেন কংগ্রেস মুখপাত্র কেতন জয়সওয়াল। এদিন মতুয়ারা অভিযোগ করেন, তাঁদের নাগরিকত্ব নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ছেলেখেলা করছে। এসআইআরের নামে তাঁদের নাগরিকত্ব বাতিল করার কথা ভাবছে। এই পরিস্থিতিতে তাঁরা বিহারে যাচ্ছেন রাহুল গান্ধির মিছিলে অংশ নিতে।

আরও পড়ুন: Voter Adhikar Yatra: Rahul Gandhi-কে চুম্বন যুবকের, পাল্টা খেতে হলো চড়

তারা রাহুল গান্ধিকে পুরো বিষয়টা বলবেন। কংগ্রেস মুখপাত্র কেতন জয়সোয়াল বলেন, জাতের ভিত্তিতে জনগণনার দাবির পর ভোটাধিকার যাত্রা সাড়া ফেলেছে। মতুয়াদের নিয়ে বিজেপি এক এক সময়ে এক এক রকম কাগজ চেয়ে দাবি জানাচ্ছে। তাঁরা চান এসআইআর বাতিল হোক। এ ব্যাপারে রাহুল গান্ধির সঙ্গে কথা বলবেন।

আরও পড়ুন: বিহারের মাটি থেকে ভোটচুরির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা রাহুলের

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের