ঝাড়খণ্ডে মুহাররমের মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৪, আহত ১০

- আপডেট : ২৯ জুলাই ২০২৩, শনিবার
- / 32
পুবের কলম, ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা। মুহাররমের মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ৪ জনের। আহত আরও ১০ জন। ঝাড়খণ্ডের বোকারো জেলার পুলিশ সূত্রে খবর, শনিবার মুহাররমে মিছিলে মানুষ শামিল হয়। সেখানে বিদ্যুতের হাই টেনশনের তার শরীরে স্পর্শ করা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চারজনের। আহত ১০ জন।
বোকারো পুলিশ সুপার প্রিয়দর্শী অলোক জানিয়েছেন, রাজধানী রাঁচি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পেটারওয়ার থানার খেতকো গ্রামে মুহাররমের জমায়েত হয়। তাদের হাতে ছিল লোহার দণ্ডতে লাগানো ধর্মীয় পতাকা। সেই দণ্ডগুলি ১১,০০০ ভোল্টের একটি উচ্চ-টেনশন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। শনিবার ভোর ৬টা নাগাদ মুহাররমের মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। আহতদের মধ্যে আটজনকে বোকারো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।