পুবের কলম, ওয়েবডেস্ক: হায়দরাবাদে সরকারি স্কুলের খাবার খেয়ে অসুস্থ বহু পড়ুয়া। শুক্রবার দুটি সরকারি স্কুলে খাদ্য বিষক্রিয়ার ঘটনায় প্রায় ৫৮ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, স্কুলের খাবার খাওয়ার পর বহু পড়ুয়ার বমি বমি ভাব ও পেটে ব্যথা শুরু হয়। শারীরিক অবস্থা খারাপ হলে তাদের কিং কোটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাঘলিঙ্গামপল্লীর তেলেঙ্গানা সংখ্যালঘু আবাসিক স্কুলের ১৬ জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতালের সুপার ডাঃ সন্তোষ বাবু বলেন, “এদিন বিকেলে বমি বমি ভাব এবং পেটে ব্যথা নিয়ে বহু পড়ুয়া হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যো ১৬ জনের অবস্থা স্থিতিশীল।”
প্রশাসনের কর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে খাবারে দই ও ভাত খাওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। তাদের বমি ও পেটে ব্যথা শুরু হয়। কিছু পড়ুয়া জানিয়েছেন, যে দই থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। মনে করা হচ্ছে, ওই দইয়ে বিষক্রিয়ার ফলে তারা অসুস্থ হয়েছে।
অন্যদিকে চন্দ্র নায়েক থান্ডার একটি সরকারি স্কুলের মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েন বহু শিক্ষার্থী। স্কুল শিক্ষা অধিকর্তা নবীন নিকোলাস জানান, “হরে কৃষ্ণ মিশন ফাউন্ডেশন একটি কেন্দ্রীয় রান্নাঘরের মাধ্যমে স্কুলে মিড-ডে মিল সরবরাহ করে। প্রায় ৩০ জন শিক্ষার্থী মধ্যাহ্নভোজের জন্য পরিবেশিত পায়াম খাওয়ার এক ঘন্টা পরে পেটে ব্যথার কথা জানায়। তাঁদের কোন্ডাপুরের এরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কয়েকজনকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং পরে ছেড়ে দেওয়া হয়।” তবে ঠিক কিভাবে পড়ুয়ারা অসুস্থ হয়েছে! তা তদন্ত করে খতিয়া দেখা হবে।































