২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে মৃত ৯, লন্ডনে জরুরি অবস্থা জারি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 102

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে ইউরোপে কমপক্ষে মৃত্যু হয়েছে ৯ জনের। ব্রিটেনে ৪ জনসহ ইউরোপের আরও বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় ইউনিসের কারণে মৃত্যু হয়েছে অন্তত  ৫ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জন।

স্থানীয় সময় শুক্রবার ঘণ্টায় ১২২ মাইল বেগে আছড়ে পড়ে ঝড়। ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লণ্ডভণ্ড জনজীবন। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডনের বিনোদনকেন্দ্র ‘ও টু অ্যারেনা’র ছাদ।

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইউনিস শুক্রবার অ্যাজোরস দ্বীপপুঞ্জ এলাকা হয়ে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। লন্ডনে ঝড়ের সময় একটি গাড়ির ওপর গাছ উপড়ে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। লিভারপুলেও ঘূর্ণিঝড়ের সময় গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হ্যাম্পশায়ারের দক্ষিণাঞ্চলীয় ইংলিশ কাউন্টিতে ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে আরও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: আজ লন্ডন সফরে ড. ইউনূস

নেদারল্যান্ডসে ঘূর্ণিঝড় ইউনিসের কারণে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। বেলজিয়ামে প্রচণ্ড বাতাসের কারণে হাসপাতালের ছাদের ওপর একটি ক্রেন ভেঙে পড়ে। বাতাসের তোড়ে ভাসমান নৌকা থেকে জলে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্রিটিশ নাগরিক।  গাছ পড়ে মৃত্যু হয়েছে আয়ারল্যান্ডে এক ব্যক্তির। ঝড়ের তাণ্ডবের পর রাস্তা পরিষ্কার করার কাজ করতে গিয়ে প্রাণ হারান ওই ব্যক্তি।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

ঘূর্ণিঝড় ইউনিসকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ৪৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া দফতর সূত্রে খবর,  ঘূর্ণিঝড়টি স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের উত্তরাঞ্চলীয় মূল ভূখণ্ডের দিকে ধেয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক পর্যায়ে লন্ডনে জরুরি অবস্থা জারি করা হয়।

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে মৃত ৯, লন্ডনে জরুরি অবস্থা জারি

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে ইউরোপে কমপক্ষে মৃত্যু হয়েছে ৯ জনের। ব্রিটেনে ৪ জনসহ ইউরোপের আরও বিভিন্ন দেশে ঘূর্ণিঝড় ইউনিসের কারণে মৃত্যু হয়েছে অন্তত  ৫ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ জন।

স্থানীয় সময় শুক্রবার ঘণ্টায় ১২২ মাইল বেগে আছড়ে পড়ে ঝড়। ঘূর্ণিঝড় ইউনিসের তাণ্ডবে লণ্ডভণ্ড জনজীবন। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  ক্ষতিগ্রস্ত হয়েছে লন্ডনের বিনোদনকেন্দ্র ‘ও টু অ্যারেনা’র ছাদ।

আরও পড়ুন: গুজরাতের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী

আবহাওয়া অফিসের তথ্য অনুসারে, আটলান্টিক মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইউনিস শুক্রবার অ্যাজোরস দ্বীপপুঞ্জ এলাকা হয়ে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়ে। লন্ডনে ঝড়ের সময় একটি গাড়ির ওপর গাছ উপড়ে পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। লিভারপুলেও ঘূর্ণিঝড়ের সময় গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হ্যাম্পশায়ারের দক্ষিণাঞ্চলীয় ইংলিশ কাউন্টিতে ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে গাড়ির ধাক্কা লেগে আরও এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।

আরও পড়ুন: আজ লন্ডন সফরে ড. ইউনূস

নেদারল্যান্ডসে ঘূর্ণিঝড় ইউনিসের কারণে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। বেলজিয়ামে প্রচণ্ড বাতাসের কারণে হাসপাতালের ছাদের ওপর একটি ক্রেন ভেঙে পড়ে। বাতাসের তোড়ে ভাসমান নৌকা থেকে জলে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ব্রিটিশ নাগরিক।  গাছ পড়ে মৃত্যু হয়েছে আয়ারল্যান্ডে এক ব্যক্তির। ঝড়ের তাণ্ডবের পর রাস্তা পরিষ্কার করার কাজ করতে গিয়ে প্রাণ হারান ওই ব্যক্তি।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

ঘূর্ণিঝড় ইউনিসকে কেন্দ্র করে যুক্তরাজ্যে ৪৩৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাজ্যের আবহাওয়া দফতর সূত্রে খবর,  ঘূর্ণিঝড়টি স্ক্যান্ডিনেভিয়া ও ইউরোপের উত্তরাঞ্চলীয় মূল ভূখণ্ডের দিকে ধেয়ে যাচ্ছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে এক পর্যায়ে লন্ডনে জরুরি অবস্থা জারি করা হয়।