কেজরিওয়ালকে গ্রেফতারের ষড়যন্ত্র করছে বিজেপি, বিস্ফোরক দাবি আপ মন্ত্রীর

- আপডেট : ৩ জানুয়ারী ২০২৪, বুধবার
- / 3
নয়াদিল্লি, ৩ জানুয়ারি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রফতারের ষড়যন্ত্র করছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ করলেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। আপ যাতে লোকসভা নির্বাচনে লড়তে না পারে, তারজন্যই কেজরিওয়ালকে গ্রেফতার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির আপ মন্ত্রী। প্রসঙ্গত, তৃতীয়বারের জন্য কেজরিওয়ালকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ বুধবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ইডি হাজিরা এড়িয়ে গিয়েছেন। ইডির নোটিশকে “অবৈধ” বলে বুধবার ইডি দফতরে যাননি দিল্লির মুখ্যমন্ত্রীর।
বুধবার সকালে এক সংবাদিক সম্মেলন করেন আপ নেতা ও মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। সম্মেলন তিনি বলেন, “দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডির সমন নিয়ে গোটা দেশ আলোচনা করছে। এটি তৃতীয় সমন। ইডি এবং কেন্দ্র এখনও জানায়নি যে তারা কিসের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে ডাকছে। তিনি কি আবগারি মামলায় সাক্ষী নাকি অভিযুক্ত? ইডি এখনও বিষয়টি পরিষ্কার করেনি।” নির্বাচনের ঠিক আগে কেন তাঁকে তলব করা হচ্ছে? ভোটের আগে কেজরিওয়ালকে গ্রেফতার করার ষড়যন্ত্র করছে কেন্দ্র বলে বিস্ফোরক দাবি করেন ভরদ্বাজ।
ভরদ্বাজ বলেন, “ইডি গত দেড় বছর ধরে এই মামলার তদন্ত করছে এবং এখন কেন মুখ্যমন্ত্রীকে তলব করা হচ্ছে? মনীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি গত এক বছর ধরে জেলবন্দি রয়েছেন। ইডি তার বিরুদ্ধে আদালতে একটি প্রমাণও উপস্থাপন করতে পারেনি। আজ বা কাল সিসোদিয়াজি ঠিক জেল থেকে বেরিয়ে আসবেন। তাঁর অভিযোগ, বিজেপি সরকার সমস্ত বিরোধী নেতাদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে ইডি দিয়ে গ্রেফতার করতে চাইছে।