শিবসেনার হিন্দুত্বে মুগ্ধ, ‘মুসলিমরা দলে আসছে’, দাবি উদ্ধব ঠাকরের

- আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার
- / 8
মুম্বাই, ১১ ফেব্রুয়ারি: ‘মুসলিম সম্প্রদায়ের মানুষরা আমাদের (শিবসেনা) দলে আসছে’ বলে জানালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। দেশজুড়ে সংখ্যালঘুদের উপর চলছে অন্যায়-অবিচার। ফলে আগেই বিজেপির থেকে মুখ ফিরিয়েছে তারা। তবে শিবসেনা দলের প্রতি আস্থা রাখছে মুসলিমরা। উদ্ধব ঠাকরের কথায় এমনটাই স্পষ্ট হল রবিবার। এদিন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, “মুসলিম সম্প্রদায় মানুষরা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। আমি তাদের জিজ্ঞাসা করি, আপনারা কি জানেন, আমি শিবসেনা দলের প্রধান এবং একজন হিন্দু হৃদয় সম্রাটের সন্তান। আমি নিজে একজন কট্টর হিন্দু। তাহলে আপনারা কেনো আমাদের সঙ্গে আসতে চাইছেন? উত্তরে তাঁরা বলছেন, আপনাদের হিন্দুত্ব আর বিজেপির হিন্দুত্বের মধ্যে পার্থক্য খুঁজে পেয়েছি। আপনাদের হিন্দুত্ব আমাদের ঘরের চুলা জ্বালাই। আর বিজেপির হিন্দুত্ব আমাদের ঘর জ্বালিয়ে দেয়।” তিনি জানিয়েছেন, ‘আমাদের হৃদয়ে রাম এবং হাতে কাজ দেওয়াই লক্ষ্য। এটাই আমাদের হিন্দুত্ব। আমরা দেশপ্রেমিক হিন্দু।’