২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে ফিরে ইউপিতে খোলা জিপে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা

সামিমা এহসানা
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার
  • / 76

পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ লগ্নে ভাই রাহুলের সঙ্গ দিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। মোরাদাবাদ থেকে ন্যায় জোড়োতে অংশ নেন প্রিয়াঙ্কা। অনেক আগেই তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি থাকার কারণে শেষ লগ্নে দেখা দিলেন প্রিয়ঙ্কা। সবুজ সালোয়ার কামিজ পরে খোলা জিপের সামনে ভাই রাহুলে পাশে হাত নাড়লেন প্রিয়াঙ্কা। অনেকে তাঁর সঙ্গে ছবি তোলার আব্দার জানায়, তাদেরকেও নারাজ করেননি তিনি। এতদিন সক্রিয় রাজনীতিতে থেকেও না থাকার ভঙ্গিতে দেখা গেছিল তাঁকে। কিন্তু মা সোনিয়ার লোকসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দিতা না করার সিদ্ধান্তের পর অনেক বেশি সক্রিয় হয়েছেন তিনি। অখিলেশের সঙ্গে কংগ্রেসের জোট বেঁধে দেওয়াতেও বড় ভূমিকা পালন করেছেন তিনি। জিপে যখন বসে প্রিয়াঙ্কা, তখন রাস্তার চারধারে হাজারো মানুষের ভিঁড়। প্রিয়াঙ্কা গান্ধি জিন্দাবাদ স্লোগানও শোনা যায় ভিঁড়ের মুখে।

রবিবার ফতেপুর সিক্রিতে শেষ হবে উত্তরপ্রদেশের ন্যায় জোড়ো যাত্রা। তার আগে আমরোহা, সম্বল, বুলন্দশহর, আলিগড়, হাথরস, আগ্রায় রাহুলের সঙ্গেই থাকবেন সোনিয়া কন্যা। আগ্রায় রবিবার ন্যায় জোড়ো যাত্রায় যোগ দেবেন অখিলেশ যাদব। রবিবার ইউপিতে ন্যায় জোড়ো যাত্রার শেষ দিন। এরপর কিছুদিন ছুটি পাবেন কংগ্রেস কর্মীরা। তারপর আবার ২ মার্চ রাজস্থানের ঢোলপুর থেকে শুরু হবে ন্যায় জোড়ো যাত্রা। কারণ আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাবেন রাহুল। দিল্লিতেও তাঁর জরুরি বৈঠক রয়েছে।

আরও পড়ুন: ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

 

আরও পড়ুন: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার মৃতের সংখ্যা গোপন করেছে: অখিলেশ যাদব

আরও পড়ুন: দলিত নির্যাতনে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ স্থানে, দাবি অখিলেশ যাদবের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসপাতাল থেকে ফিরে ইউপিতে খোলা জিপে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৪, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার উত্তরপ্রদেশে ভারত জোড়ো ন্যায় যাত্রার শেষ লগ্নে ভাই রাহুলের সঙ্গ দিলেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। মোরাদাবাদ থেকে ন্যায় জোড়োতে অংশ নেন প্রিয়াঙ্কা। অনেক আগেই তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ার পর হাসপাতালে ভর্তি থাকার কারণে শেষ লগ্নে দেখা দিলেন প্রিয়ঙ্কা। সবুজ সালোয়ার কামিজ পরে খোলা জিপের সামনে ভাই রাহুলে পাশে হাত নাড়লেন প্রিয়াঙ্কা। অনেকে তাঁর সঙ্গে ছবি তোলার আব্দার জানায়, তাদেরকেও নারাজ করেননি তিনি। এতদিন সক্রিয় রাজনীতিতে থেকেও না থাকার ভঙ্গিতে দেখা গেছিল তাঁকে। কিন্তু মা সোনিয়ার লোকসভা নির্বাচনে আর প্রতিদ্বন্দিতা না করার সিদ্ধান্তের পর অনেক বেশি সক্রিয় হয়েছেন তিনি। অখিলেশের সঙ্গে কংগ্রেসের জোট বেঁধে দেওয়াতেও বড় ভূমিকা পালন করেছেন তিনি। জিপে যখন বসে প্রিয়াঙ্কা, তখন রাস্তার চারধারে হাজারো মানুষের ভিঁড়। প্রিয়াঙ্কা গান্ধি জিন্দাবাদ স্লোগানও শোনা যায় ভিঁড়ের মুখে।

রবিবার ফতেপুর সিক্রিতে শেষ হবে উত্তরপ্রদেশের ন্যায় জোড়ো যাত্রা। তার আগে আমরোহা, সম্বল, বুলন্দশহর, আলিগড়, হাথরস, আগ্রায় রাহুলের সঙ্গেই থাকবেন সোনিয়া কন্যা। আগ্রায় রবিবার ন্যায় জোড়ো যাত্রায় যোগ দেবেন অখিলেশ যাদব। রবিবার ইউপিতে ন্যায় জোড়ো যাত্রার শেষ দিন। এরপর কিছুদিন ছুটি পাবেন কংগ্রেস কর্মীরা। তারপর আবার ২ মার্চ রাজস্থানের ঢোলপুর থেকে শুরু হবে ন্যায় জোড়ো যাত্রা। কারণ আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাবেন রাহুল। দিল্লিতেও তাঁর জরুরি বৈঠক রয়েছে।

আরও পড়ুন: ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

 

আরও পড়ুন: মহাকুম্ভে পদদলিত হওয়ার ঘটনায় যোগী সরকার মৃতের সংখ্যা গোপন করেছে: অখিলেশ যাদব

আরও পড়ুন: দলিত নির্যাতনে উত্তরপ্রদেশ দেশের শীর্ষ স্থানে, দাবি অখিলেশ যাদবের