২৯ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
ভোটের আগে ফের বোমা উদ্ধার ভাটপাড়ায়

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৭ ফেব্রুয়ারী ২০২৪, মঙ্গলবার
- / 62
পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের আগে ফের বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ভাটপাড়া পৌরসভা ১৭ নম্বর ওয়ার্ডের তিনসুকিয়া মাঠে। জানা গিয়েছে, একটি খেলার মাঠের পাশে ময়লা আবর্জনার মধ্যেই সাতটি বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ। তবে বোমা উদ্ধারের পরেই চাঞ্চল্য ছড়ায়। অনেকেরই প্রশ্ন, ১০০ মিটারের দূরত্বে রয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারের এসপি অফিস। সেখান থেকে কিছুটা দূরে কিভাবে বোমা আসল! অন্যদিকে মাঠের পাশেই রয়েছে একটি স্কুল। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক তৈরি হয় শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাঠেই বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বোমস্কোয়াড।