আর্থিক দুর্নীতির অভিযোগ, চিদাম্বরম পুত্র কার্তি সহ ৪ জনের বিরুদ্ধে মামলা ইডির

- আপডেট : ২২ মার্চ ২০২৪, শুক্রবার
- / 239
নয়াদিল্লি, ২২ মার্চ: আর্থিক দুর্নীতির অভিযোগে কার্তি পি চিদাম্বরম সহ আরও চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। সেই মামলা দেওয়া হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ED)। দুর্নীতি প্রতিরোধ আইনে সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতে তদন্ত চালায় ইডি। ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে পঞ্জাবের মানসায় ১,৯৮০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে চিনা নাগরিকদের আনতে ভিসা দেওয়ার নামে মোটা অঙ্কের অর্থ নেওয়ার অভিযোগ উঠে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম পুত্র কার্তি পি চিদাম্বরমের বিরুদ্ধে।
ইডি জানিয়েছে, কার্তি তাঁর ঘনিষ্ঠ সহযোগী এস ভাস্কররামনের মাধ্যমে চিনা ভিসা পুনঃব্যবহারের অনুমোদনের জন্য তালওয়ান্দি সাবো পাওয়ার লিমিটেডকে ৫০ লাখ টাকা দিয়েছিলেন। ওই সংস্থাটি পঞ্জাবের মানসায় একটি বিদ্যুৎ প্রকল্প চালাচ্ছিলেন। পি চিদম্বরম যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন ওই সংস্থার আধিকারিকরা স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে ভিসা পুনরায় ব্যবহারের অনুমোদনের জন্য কার্তির কাছে গিয়েছিলেন। এরপর ভুয়ো পরিষেবার নামে এন্ট্রি অপারেটরকে চেকের মাধ্যমে ভাস্কররামনের মাধ্যমে কার্তিকে ৫০ লক্ষ টাকা দেয় সংস্থাটি।
এরপরই মানি লন্ডারিং অ্যাক্টে নয়াদিল্লির বিশেষ আদালতে মামলা দায়ের করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চিদম্বরম পুত্র কার্তি সহ অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, এস ভাস্কররমণ, থালাভান্দি সাবো পাওয়ার লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।