০৪ জুলাই ২০২৫, শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে কড়াবার্তা উচ্চশিক্ষা দফতরের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ এপ্রিল ২০২৪, বুধবার
  • / 15

পুবের কলম প্রতিবেদক:  অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না, বিশ্ববিদ্যালয়গুলিকে এমনই নির্দেশিকার কথা জানালো উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো এক নির্দেশিকায় শিক্ষা দফতর জানিয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলি একতরফাভাবে অফিস সামলাচ্ছেন আচার্য দ্বারা নিযুক্ত উপাচার্যরা।

এদিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়োগ নিয়ে ইতিমধ্যে মামলা চলছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় যেহেতু অন্তর্বর্তী ব্যবস্থার অধীনে, তাই যে কোনও আইন ও নিয়মগুলো কঠোরভাবে মেনে চলা উচিত। পাশাপাশি নির্দেশে আরও বলা হয়েছে, সরকারি প্রতিনিধিদের অনুপস্থিতিতে ক্যাসের বেনিফিট দেওয়ার থেকে আপনাদের বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি বেআইনিভাবে কী কী খরচ করছে, তা খতিয়ে দেখতে যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিও খুব তাড়াতাড়ি তার রিপোর্ট জানাবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নয়, বিশ্ববিদ্যালয়গুলিকে কড়াবার্তা উচ্চশিক্ষা দফতরের

আপডেট : ৩ এপ্রিল ২০২৪, বুধবার

পুবের কলম প্রতিবেদক:  অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না, বিশ্ববিদ্যালয়গুলিকে এমনই নির্দেশিকার কথা জানালো উচ্চশিক্ষা দফতর। বিশ্ববিদ্যালয়গুলিকে পাঠানো এক নির্দেশিকায় শিক্ষা দফতর জানিয়েছে, সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলি একতরফাভাবে অফিস সামলাচ্ছেন আচার্য দ্বারা নিযুক্ত উপাচার্যরা।

এদিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়োগ নিয়ে ইতিমধ্যে মামলা চলছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় যেহেতু অন্তর্বর্তী ব্যবস্থার অধীনে, তাই যে কোনও আইন ও নিয়মগুলো কঠোরভাবে মেনে চলা উচিত। পাশাপাশি নির্দেশে আরও বলা হয়েছে, সরকারি প্রতিনিধিদের অনুপস্থিতিতে ক্যাসের বেনিফিট দেওয়ার থেকে আপনাদের বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলি বেআইনিভাবে কী কী খরচ করছে, তা খতিয়ে দেখতে যে কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটিও খুব তাড়াতাড়ি তার রিপোর্ট জানাবে।