টাকার বিনিময়ে আসল পরীক্ষার্থী সেজে নিট পরীক্ষা, আটক এমবিবিএস পড়ুয়া সহ আরও ৫

- আপডেট : ৬ মে ২০২৪, সোমবার
- / 13
পুবের কলম, ওয়েবডেস্ক: শিক্ষাক্ষেত্রে বিশৃঙ্খলা! টাকার বিনিময়ে ‘আসল পরীক্ষার্থী’ সেজে পরীক্ষা দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল এক ভুয়ো পরীক্ষার্থী। নিট পরীক্ষায় এই বিশৃঙ্খলা তৈরি হয়। এক এমবিবিএস শিক্ষার্থী নিট পরীক্ষায় আসল পরীক্ষার্থী সেজে আসে বলে অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত সহ পাঁচজনকে আটক করা হয়েছে। রাজস্থানের নিট পরীক্ষায় এই নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে ওই ভুয়ো পরীক্ষার্থীর নাম অভিষেক গুপ্তা, এক সরকারি বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ছাত্র সে। অভিষেক তার সহপাঠী রবি মিনার এক চক্রের অংশ হিসেবে কাজ করত। এই ঘটনায় আসল পরীক্ষার্থী রাহুল গুর্জরের কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়েছিল তারা।
সহকারি পুলিশ সুপার অখিলেশ কুমার জানান, একজন এমবিবিএস ছাত্র রবিবার মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় নিট প্রার্থীর জায়গায় তার হয়ে পরীক্ষা দিতে হাজির হয়েছিল। রাজস্থানে ভরতপুর থেকে প্রার্থী সহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে। একটি পরীক্ষাকেন্দ্রে অভিষেক গুপ্তা নামে একজন এমবিবিএস পড়ুয়া, নিট পরীক্ষার্থী রাহুল গুর্জর সেজে পরীক্ষা দিতে আসে। সন্দেহ হওয়াতে পরিদর্শক তাকে পুলিশের হাতে তুলে দেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিষেক পুলিশকে জানায়, এই ঘটনায় তার সঙ্গে আরও পাঁচজন আছে। তার সহযোগীরা মথুরা গেট থানা এলাকার মাস্টার আদিত্যেন্দ্র স্কুলের পরীক্ষা কেন্দ্রের বাইরে একটি গাড়িতে বসে ছিল। অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিষেক গুপ্তা, মিনা, গুর্জর ছাড়াও অমিত, দয়ারাম, সুরজ সিংকে আটক করা হয়েছে।
অন্যদিকে সাওয়াই মাধোপুরের একটি কেন্দ্রে, জাতীয় যোগ্যতা-কাম-প্রবেশ পরীক্ষা স্নাতক (এনইইটি-ইউজি) পরীক্ষায় অংশ নেওয়া কিছু প্রার্থীর অভিযোগ, যারা মাধ্যম পছন্দ হিসাবে ইংরেজি বেছে নিয়েছিলেন তাদের হিন্দি প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, তারা প্রতিবাদ জানালে পুলিশ তাদের মারধর করেছে। এনটিএ (ন্যাশনাল টেস্টিং এজেন্সি)-র এক ঊর্ধতন ডিরেক্টর সাধনা পরাশর জানিয়েছেন, ১২০ জন ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থী যাতে এদিন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা সুনিশ্চিত করা হয়েছে।