পুবের কলম, ওয়েবডেস্কঃ রোনাল্ডো নিজের ক্লাব বদলে পারফরম্যান্সের বহর অনেকটা বাড়িয়ে দিয়েছেন। যদিও একই জিনিষ দেখা যায়নি লিও মেসির ক্ষেত্রে। মাঠে নামলেই তিনি গোল করবেন, ভক্তদের এমন আশা অবশ্য এখনও পূরণ হয়নি। পিএসজিতে গিয়ে ফ্লাইং-স্টার্ট যাকে বলে, সেটি হয়নি আর্জেন্টাইন মহাতারকার। যা নিয়ে অনেকে বলাবলি করছেন, মেসির প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত ঠিক ছিল না। যদিও এদিন মেসি স্পষ্ট করেই জানিয়ে দিলেন, পিএসজিতে এসে ভুল করেননি তিনি। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘পিএসজিতে এসে আমি কোনো ভুল করিনি।’ পিএসজিতে এখন পর্যন্ত একটি মাত্র গোল পেয়েছেন মেসি। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জয়ের রাতে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের ওই ম্যাচের পরে লিগ ওয়ানে রেনেসেঁর বিপক্ষে হেরে বসেছে ফরাসিরা। লিগে টানা আট জয়ের পর প্রথম হার। রেনেসঁ ম্যাচে মেসির একটি ফ্রি-কিক বারে লেগেছে। তার আগেও পোস্টে বল লেগেছে। মাঝে আর্জেন্টিনার হয়ে নেমে হ্যাটট্রিক করে এসেছেন।
০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
মেসির স্বীকারোক্তি, পিএসজিতে গিয়ে ভুল করিনি
-
সুস্মিতা - আপডেট : ৭ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার
- 91
ট্যাগ :
Messi's confession
সর্বধিক পাঠিত




























