১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আমেরিকায় উড়ান বিপত্তি! ১০ জনকে নিয়ে নিখোঁজ বিমান

পুবের কলম, ওয়েবডেস্ক:  আবার বিমান বিপর্যয় আমেরিকায়। ১০ জনকে নিয়ে ওড়ার সময়ে আলাস্কার আকাশে আচমকা হারিয়ে গেল আস্ত বিমান। এখনও তার খোঁজ মেলেনি। বিমানটির সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যদিও তল্লাশি বাধা পাচ্ছে খারাপ আবহাওয়ার কারণে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টো ৩৭ মিনিটে আলাক্সার উনালাক্লিট থেকে নোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ওই বিমানটি। ফ্লাইটর‌্যাডারের তথ্য অনুসারে, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

রাজ্য পুলিশ আলাস্কা স্টেট ট্রুপার্স জানিয়েছে, বেরিং এয়ারলাইন্সের উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল। পশ্চিম আলাস্কার শহর দুটিকে পৃথক করেছে নর্টন সাউন্ড উপসাগর। সিএনএন লিখেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। নয় যাত্রী ও এক পাইলট নিয়ে উড়োজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেইসবুকে জানিয়েছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে; কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

READ MORE: দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

 

মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল বিভাগ। তারা লিখেছে, ‘উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি। সেটি শনাক্ত না হওয়া পর্যন্ত যতটা সম্ভব আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি।’ আলাস্কার উদ্ধরাকারী দল বিমানটির সন্ধান শুরু করেছে।

 

নোম শহরের পাশাপাশি হোয়াইট মাউন্টেনের পাহাড়ি এলাকাও খুঁজে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে এলাকায় দৃশ্যমানতা খুব কম। ফলে বার বার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে বিমানের সন্ধান চালানো সম্ভব হচ্ছে না আবহাওয়ার প্রতিকূলতায়। স্থানীয় বাসিন্দারা অনেকে নিজ উদ্যোগে সন্ধানের চেষ্টা করছিলেন। নিরাপত্তার কারণে তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আমেরিকায় উড়ান বিপত্তি! ১০ জনকে নিয়ে নিখোঁজ বিমান

আপডেট : ৭ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  আবার বিমান বিপর্যয় আমেরিকায়। ১০ জনকে নিয়ে ওড়ার সময়ে আলাস্কার আকাশে আচমকা হারিয়ে গেল আস্ত বিমান। এখনও তার খোঁজ মেলেনি। বিমানটির সন্ধানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যদিও তল্লাশি বাধা পাচ্ছে খারাপ আবহাওয়ার কারণে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টো ৩৭ মিনিটে আলাক্সার উনালাক্লিট থেকে নোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ওই বিমানটি। ফ্লাইটর‌্যাডারের তথ্য অনুসারে, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

রাজ্য পুলিশ আলাস্কা স্টেট ট্রুপার্স জানিয়েছে, বেরিং এয়ারলাইন্সের উড়োজাহাজটি উনালাক্লিট থেকে নোমে যাচ্ছিল। পশ্চিম আলাস্কার শহর দুটিকে পৃথক করেছে নর্টন সাউন্ড উপসাগর। সিএনএন লিখেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। নয় যাত্রী ও এক পাইলট নিয়ে উড়োজাহাজ নিখোঁজের তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নোম ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট ফেইসবুকে জানিয়েছে, তারা নোম ও হোয়াইট মাউন্টেন থেকে স্থল তল্লাশি চালাচ্ছে; কিন্তু বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে আকাশপথে তল্লাশি চলছে সীমিত আকারে।

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

READ MORE: দিল্লিতে জোরদার রাজনৈতিক নাটক, কেজরির বাসভবনে দুর্নীতি প্রতিরোধ শাখার গোয়েন্দা

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

 

মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে দমকল বিভাগ। তারা লিখেছে, ‘উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি। সেটি শনাক্ত না হওয়া পর্যন্ত যতটা সম্ভব আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি।’ আলাস্কার উদ্ধরাকারী দল বিমানটির সন্ধান শুরু করেছে।

 

নোম শহরের পাশাপাশি হোয়াইট মাউন্টেনের পাহাড়ি এলাকাও খুঁজে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার কারণে এলাকায় দৃশ্যমানতা খুব কম। ফলে বার বার ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। আকাশপথে বিমানের সন্ধান চালানো সম্ভব হচ্ছে না আবহাওয়ার প্রতিকূলতায়। স্থানীয় বাসিন্দারা অনেকে নিজ উদ্যোগে সন্ধানের চেষ্টা করছিলেন। নিরাপত্তার কারণে তাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।