০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

সুস্মিতা
  • আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার
  • / 121

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/u419551674/domains/puberkalom.in/public_html/wp-content/themes/NewsFlash-Pro/template-parts/common/single_one.php on line 122

পুবের কলম প্রতিবেদক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওডিশা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে সৃষ্ট অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আকাশে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করেছে। যার ফলে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে আগামী দুই-তিন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কৃষিজমিতে রবি শস্যে ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ থেকেই হুগলি, পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পোখরাজ আলু তোলার কাজ শুরু হয়েছে। এ ছাড়াও জমি থেকে জ্যোতি এবং চন্দ্রমুখী আলু তোলার কাজ শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ফলে কৃষিজমিতে বৃষ্টির জল জমলে আলু চাষেও ব্যপক ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলাজুড়ে বৃষ্টিপাত-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে, আগামীকাল রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। বৃষ্টিপাতের পাশাপাশি ওইসব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ শনিবার এবং আগামীকাল রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা।

 

আরও পড়ুন: Rain forecast: দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা

 

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

আরও পড়ুন: রবিবাসরীয় সন্ধ্যায় বৃষ্টি কলকাতায়, নামবে কি তাপমাত্রার পারদ?

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোমবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ২২ ফেব্রুয়ারী ২০২৫, শনিবার

পুবের কলম প্রতিবেদক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওডিশা এবং ছত্তিশগড়ের উপর দিয়ে সৃষ্ট অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে আকাশে প্রচুর জলীয়বাষ্প প্রবেশ করেছে। যার ফলে আগামী সোমবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বিশেষ করে আগামী দুই-তিন পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কৃষিজমিতে রবি শস্যে ক্ষতির আশঙ্কা করছেন কৃষি বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ থেকেই হুগলি, পূর্ব বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পোখরাজ আলু তোলার কাজ শুরু হয়েছে। এ ছাড়াও জমি থেকে জ্যোতি এবং চন্দ্রমুখী আলু তোলার কাজ শুরু হবে আগামী কয়েকদিনের মধ্যেই। ফলে কৃষিজমিতে বৃষ্টির জল জমলে আলু চাষেও ব্যপক ক্ষতির মুখে পড়বেন আলু চাষিরা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আজ শনিবার পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলাজুড়ে বৃষ্টিপাত-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে, আগামীকাল রবিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে। বৃষ্টিপাতের পাশাপাশি ওইসব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ শনিবার এবং আগামীকাল রবিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাজুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা।

 

আরও পড়ুন: Rain forecast: দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা

 

আরও পড়ুন: Heat wave পশ্চিমাঞ্চলের ৬ জেলায়, আবহাওয়া নিয়ে কী জানাল হাওয়া অফিস?

আরও পড়ুন: রবিবাসরীয় সন্ধ্যায় বৃষ্টি কলকাতায়, নামবে কি তাপমাত্রার পারদ?