২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
দেশে নয়া সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিতীয় সর্বোচ্চ পদে হরি কুমার

ইমামা খাতুন
- আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার
- / 123
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) হলেন অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরি কুমার। এদিন নাভাল স্টাফের প্রাক্তন প্রধানকে সিডিএস পদে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিতীয় সর্বোচ্চ পদে আসীন হলেন হরি কুমার।
১৯৬২ সালের ১২ এপ্রিল কেরলের তিরুবনন্তপুরমে জন্মগ্রহণ করেন আর হরি কুমার। ১৯৮৩ সালের ১ জানুয়ারি তিনি ভারতীয় নৌসেনায় যোগ দেন। আইএনএস রঞ্জিতের গানারি অফিসার ছিলেন তিনি।
এরপর আইএমএস রণবীর এবং আইএনএস কুঠারের গানারি অফিসার ছিলেন হরি কুমার। আইএনএস বিপুলের এগজেকিউটিভ অফিসারও ছিলেন তিনি। ২০২১ সালের ৯ নভেম্বর হরি কুমারকে চিফ অব নাভাল স্টাফ হিসাবে নিয়োগ করা হয়। ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে ছিলেন তিনি।