১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে ১৬ ফেব্রুয়ারি

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারিঃ দিল্লিতে ২৬ বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। সূত্রের খবর, দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি সম্পন্ন হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফর থেকে দেশে ফেরার পর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।

জানা গিয়েছে, রীতিমতো জাঁকজমক করে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে দুই শতাধিক বিজেপি সাংসদকে। এছাড়া শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বিজেপির প্রাক্তন সাংসদদেরও। এছাড়া দেশের বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তবে দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, সেব্যাপারেএখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক্ষেত্রে একাধিক নাম নিয়ে চলছে জল্পনা।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

সূত্রের খবর, আপ প্রার্থীদের পরাজিত করে যে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন চারজন মহিলা। ওই চারজন মহিলা বিধায়কের নাম নীলম পাহলওয়ান, রেখা গুপ্তা, পুনম শর্মা এবং শিখা রায়। উল্লেখ্য, নাজাফগড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী নীলম এই কেন্দ্র থেকে নির্বাচিত প্রথম মহিলা বিধায়ক।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

 

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

https://www.puberkalom.in/who-will-be-new-delhi-chief-minister-buzz-over-these-bjp-names-intensifies-day-after-big-win/

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে ১৬ ফেব্রুয়ারি

আপডেট : ১৩ ফেব্রুয়ারী ২০২৫, বৃহস্পতিবার

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারিঃ দিল্লিতে ২৬ বছর পর ক্ষমতায় এসেছে বিজেপি। দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৪৮টি আসনে জয়লাভ করেছেন বিজেপি প্রার্থীরা। সূত্রের খবর, দিল্লিতে শপথগ্রহণ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি সম্পন্ন হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিদেশ সফর থেকে দেশে ফেরার পর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।

জানা গিয়েছে, রীতিমতো জাঁকজমক করে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতে চলেছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে দুই শতাধিক বিজেপি সাংসদকে। এছাড়া শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বিজেপির প্রাক্তন সাংসদদেরও। এছাড়া দেশের বিজেপিশাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে। তবে দিল্লির মুখ্যমন্ত্রী কে হবেন, সেব্যাপারেএখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক্ষেত্রে একাধিক নাম নিয়ে চলছে জল্পনা।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

সূত্রের খবর, আপ প্রার্থীদের পরাজিত করে যে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন চারজন মহিলা। ওই চারজন মহিলা বিধায়কের নাম নীলম পাহলওয়ান, রেখা গুপ্তা, পুনম শর্মা এবং শিখা রায়। উল্লেখ্য, নাজাফগড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী প্রার্থী নীলম এই কেন্দ্র থেকে নির্বাচিত প্রথম মহিলা বিধায়ক।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

 

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

https://www.puberkalom.in/who-will-be-new-delhi-chief-minister-buzz-over-these-bjp-names-intensifies-day-after-big-win/